/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/schools.jpg)
প্রতীকী ছবি।
Madhyamik Pariksha 2024: মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে এবার আরও বেশি তৎপরতা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। এবছর থেকে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতমূলক করা হয়েছিল। এবার স্কুলগুলিকে সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ পর্ষদের।
এবছর থেকেই মাধ্যমিক পরীক্ষার সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামারা বসানো বাধ্যতামূলক করা হয়েছিল। এবার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আগামী বছর পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ওই সিসিটিভি ফুটেজগুলি সংরক্ষণ করে রাখতে হবে। এই মর্মে স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ভেন্যু সুপারভাইজারদের পরীক্ষার ফল প্রকাশিত না হওয়া পর্যন্ত সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুটেজ রেকর্ডিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একটানা যাতে রেকর্ডিং চলে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষার দিনগুলির সব ফুটেজ সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সেব্যাপারে আগেভাগে নিশ্চিত হতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।
আরও পড়ুন- Amrit Bharat Express: বছর শেষে মোদীর ‘উপহার’, তুফান গতির অমৃত ভারত পেল বাংলা
অনেক সময় প্রযুক্তিগত ত্রুটির জেরে ফুটেজ মুছে যাওয়া বা হারানোর আশঙ্কা থাকে। সেক্ষেত্রে ব্যাকআপের সুবিধা যাতে রাখা যায় সেব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুষ্পষ্ট নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন- Premium: ব্রাজিলে বিশ্বকাপ খেলা ভারতীয় দলের গোলরক্ষক এখন অটো ড্রাইভার