Advertisment

আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি? হাওয়া অফিসের লেটেস্ট আপডেট জানলে মাথায় হাত!

অসহ্যকর ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত!

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal heat wave alert

শহর থেকে জেলা, অসহ্যকর গরমে নাজেহাল দশা।

ভ্যাপসা গরমে প্রাণ যায় যায় দশা! বৃষ্টির জন্য চাতকপাখির মতো আকাশের দিকে তাকিয়ে সবাই। বারবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে নজর। তবে এখনও পর্যন্ত হাওয়া অফিস আশার কথা শোনাতে পারেনি। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং অস্বস্তি তুঙ্গে তুলে আবহাওয়া দফতর জানিয়েছে, এই পর্বে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সামনের বৃহস্পতিবার পর্যন্ত।

Advertisment

গত সাত বছরে এবারই প্রথম এমন উষ্ণ এপ্রিল মাস দেখেছে বাংলা। চৈত্রের শেষ বেলা থেকে আগুন ঢালছে সূর্য। তার তেজে ফুটিফাটা হওয়ার দশা ভূপৃষ্ঠের। শুকনো গরমে জেরবার বঙ্গবাসী। ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রির কোঠা ছাড়িয়েছে একাধিক জেলার তাপমাত্রা। কলকাতা শহরেও তাপমাত্রার পারদ চল্লিশের গণ্ডি ছুঁয়েছে। এককথায় এই গরম অসহনীয়।

আরও পড়ুন- পুকুরের জল ছেঁচে তৃণমূল বিধায়কের মোবাইল ফোন উদ্ধার CBI-এর

বিশেষ প্রয়োজন ছাড়া বেলার দিকে খোলা আকাশের নীচে থাকতেই বারণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অসহ্য এই গরমে শরীর ঠিক রাখতে বারবার জল পানের পরামর্শ বিশেষজ্ঞদের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। অস্বস্তিকর এই ভ্যাপসা গরমের অনুভূতি আরও বেশ কয়েকদিন থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা ছাড়াও অন্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। আপাতত চার-পাঁচ দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

kolkata news West Bengal weather update Weather Forecast Heat Wave
Advertisment