Diwali Bonanza for Central Government Employees: সরকারি কর্মীদের জন্য সুখবর, দিওয়ালির বোনাস ঘোষণা

Diwali Bonanza for Central Government Employees: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ্য কর্মচারীদের মধ্যে রয়েছেন গ্রুপ 'সি' এবং গ্রুপ 'বি' নন-গেজেটেড কর্মচারীরা। এই বোনাস কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
bonus diwali

সরকারি কর্মীদের জন্য সুখবর, দিওয়ালির বোনাস ঘোষণা

Diwali Bonanza for Central Government Employees: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। দিওয়ালি উপলক্ষ্যে বোনাসের ঘোষণা মোদী সরকারে। আসন্ন দিওয়ালি উপলক্ষ্যে ৩০ দিনের বোনাস ঘোষণা করা হয়েছে।

Advertisment

ল্যাপটপ স্লো? কাজে সমস্যা? ছোট এই কাজে মুহূর্তে হবে সমাধান

দিওয়ালির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩০ দিনের বোনাস দেওয়ার ঘোষণা করেছে মোদী সরকার। যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই বোনাসের সুবিধা পাবেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) অর্থ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এবিষয়ে জানানো হয়েছে।  এই বোনাসের অধীনে, কেন্দ্রীয় কর্মীরা ৩০ দিনের বেতনের সম পরিমাণ পাবেন। এই বোনাস গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘বি’ নন-গেজেটেড কর্মচারীদের জন্য প্রযোজ্য।

জীবনে সাফল্য পেতে চান? রতন টাটার এই উক্তিগুলি মেনে চলুন, উত্থান কেউ আটকাতে পারবে না

Advertisment

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে দিওয়ালি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নন-গেজেটেড কর্মচারী যারা কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে পড়েন, যারা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই তারা এই বোনাসের সুবিধা পাবেন। অ্যাডহক বোনাসের সুবিধা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও পাবেন।

দুধে ভেজাল? নিমেষে বিশুদ্ধতা পরীক্ষা করুন, সহজ পদ্ধতিতে মুসকিল আসান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ্য কর্মচারীদের মধ্যে রয়েছেন গ্রুপ 'সি' এবং গ্রুপ 'বি' নন-গেজেটেড কর্মচারীরা।  
এই বোনাস কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে।

থাকবে জিম, প্রাইভেট রুম! বিলাসবহুল মহাকাশ স্টেশনের অন্দরমহল তাক লাগাবে

Adhoc Bonus to Employee