সুপ্রিম কোর্টের দেওয়া চার চার মাসের সময়সীমা শেষ হওয়ার একপক্ষ আগেই কর্মচারীদের উচ্চতর পেনশন বেছে নেওয়ার সুযোগ দিল কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO)। এখনও যে কর্মচারীরা বেশি পেনশনের অপশন বেছে নেননি, তাঁদের জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে ইপিএফওর সদস্য ছিলেন এবং পরবর্তীতেও চাকরি করেছেন, তাঁরা এই সুযোগ পাবেন।
গত ২০ ফেব্রুয়ারি এনিয়ে নির্দেশিকা জারি করেছে ইপিএফও। সেই নির্দেশিকায় ইপিএফও জানিয়েছে, এই উচ্চতর পেনশনের জন্য কর্মী এবং নিয়োগকর্তা, উভয়েরই সম্মতি লাগবে। যেসব কর্মী নির্দিষ্ট অঙ্কের বেশি বেতন পাচ্ছেন, তাঁরা এই আবেদন করতে পারবেন। অতীতে আবেদন করেননি, এমন কর্মচারীদের বেশি পেনশনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি, যাঁরা ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে ইপিএফওর সদস্য ছিলেন এবং পরবর্তীতেও ইপিএফওর সদস্য রয়েছেন, তাঁরা বেশি পেনশনের সুযোগ পাবেন।
সোমবার জারি করা নির্দেশে ইপিএফও বলেছে, সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সংগতি রেখেই বেশি পেনশনের জন্য কর্মী আবেদন করতে পারবেন। শুধু আবেদন করলেই হবে না। এজন্য মালিকের থেকেও তাঁর সম্মতি লাগবে। যাঁরা, ০১.০৯.২০১৪ বা তার আগে ইপিএফওর গ্রাহক হয়েছেন, তাঁদের জন্য একটি অনলাইনে আবেদনের সুবিধা দেওয়া হবে। আবেদনের পর শীঘ্র এই ব্যাপারে জানানো হবে গ্রাহককে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'একবার আবেদনের পর আঞ্চলিক পিএফ কমিশনার নোটিশ বোর্ডে কী নির্দেশ দিচ্ছেন এবং জনসাধারণের তথ্যের জন্য কী বিজ্ঞপ্তি দিচ্ছেন, সেদিকে নজর রাখতে হবে।'
আরও পড়ুন- গোরক্ষক মনু মানেসর, তার বিরুদ্ধে কেন একের পর এক খুনের অভিযোগ?
ইপিএফওর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত কর্মচারীরা ইতিমধ্যে নিজের অফিসের সঙ্গে কথা বলে পেনশন খাতে বেশি অর্থ জমা দেওয়া শুরু করে দিয়েছেন। অথচ, আনুষ্ঠানিকভাবে তার জন্য কোনও আবেদন করেননি, তাঁদের বেশি পরিমাণ অর্থ পেনশন খাতে কাটানোর জন্য আলাদা আবেদন জানাতে হবে। আবেদনটি ইপিএফওর আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। কারণ, সেই আবেদনের ভিত্তিতেই ইপিএফও থেকে পেনশন খাতে অর্থ যুক্ত হবে।