Entertainment Latest Live News Highlights: ৩০টা হাড় ভেঙ্গে গুড়ো গুড়ো অভিনেতার, দুর্ঘটনায় প্রয়াত ড্রামার

Entertainment Latest Live News highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
accident-live news

সারাদিনের আপডেট জেনে নিন...

Entertainment Latest Live News highlights: 

Advertisment

Tragic accident of popular actor:  মৃত্যু থেকে ফিরে বললেন, কেন? আমি ফিরে এলাম? আহ.. কিসের জন্য?  অভিনেতার জীবনে ঠিক এই ঘটনাই ঘটেছে। এবং নিজেকে জীবিত দেখে ঠিক এটাই ভেবেছিলেন যেন তিনি বেঁচে আছেন। প্রসঙ্গে অ্যাভেঞ্জার তারকা, জেরেমি রেনার। এই অভিনেতার সঙ্গে যা হয়েছিল, তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে বেঁচে থাকবেন। সেই গল্পই নিজে শিকার করেছেন এক পডকাস্ট শোয়ে এসে।

 

  • May 23, 2025 19:37 IST

    Dev Movie সমস্যার জট কেটে বড় পর্দায় দেব-শুভশ্রী জুটি, কবে মুক্তি পাবে বহুপ্রতিক্ষীত ছবি ধূমকেতু?

    Dev Movie দেব-শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু। জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। দেবের প্রযোজনা সংস্থার তরফে জানানো হল সিনেমা মুক্তির তারিখ। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ অগাস্ট বিগ স্ক্রিনে মুক্তি পাবে ধূমকেতু।



  • May 23, 2025 18:50 IST

    Mahira Khan পহেলগাঁও কাণ্ডের পর পাকশিল্পীরা ভারতে নিষিদ্ধ, ভবিষ্যৎ-এ বলিউডে কাজ করবেন শাহরুখের নায়িকা?

    Mahira Khan পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাক শিল্পীরা। ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর নামে সেই অভিযানের জয়জয়কার দেশ জুড়ে। কিন্তু সেই অভিযানের নিন্দা করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা। যিনি শাহরুখের সঙ্গে রেইস-এ জুটি বেঁধেছিলেন। পাকিস্তানের এক অনুষ্ঠানে মাহিরাকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও কি ভবিষ্যতে নিজেকে বলিউডে আর দেখতে চান? মাহিরার উত্তর, 'আমার মনে হয়, এ বার আমাদের নিজেদের দেশের বিনোদন জগতে মন দেওয়া উচিত। পাকিস্তানের চলচ্চিত্র জগৎকে আরও মজবুত দেখতে চাই।'



  • Advertisment
  • May 23, 2025 18:17 IST

    Bonny-Koushani নিন্দুকের মুখে ছাই দিয়ে রোম্যান্সে মত্ত, বালিতে ভালবাসায় ভাসলেন বনি-কৌশানী

    Bonny-Koushani কৌশানীর সাফল্যে নাকি বনির সঙ্গে সম্পর্কে দূরত্ব বেড়েছে! কিলবিল সোসাইটির প্রচারে বনির অনুপস্থিতি ঘিরেই তৈরি হয়েছিল জল্পনা। আসলে সেই সময় বনি নিজের ভোজপুরী ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। তখনও সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। কৌশানীর জন্মদিনে সমালোচকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে সেলিব্রেট করেছেন। এরপরই উড়ে গিয়েছেন বালি-তে। সেখানেও মেঘের ভেলায় ভালবাসায় মত্ত বনি-কৌশানী।

     



  • May 23, 2025 17:37 IST

    Nusrat Jahan: 'যেটা তোমার আয়ত্তে নেই....',যশ-নুসরতের সম্পর্কের ভাঙনের গুঞ্জন উসকে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

    Nusrat Jahan: যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সুখী দাম্পত্যে নাকি চিড় ধরেছে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, সম্পর্কের অবনতি অতি সযত্নে আড়াল করে আড়ির প্রচার করেছেন যশরত। এরপরই আলাদা জায়গায় ছুটি কাটাচ্ছেন দুজনে। যশ তাঁর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ডে আর নুসরত পরিবারের সঙ্গে দার্জিলিঙে। চর্চার মাঝে সোশ্যাল মিডিয়া পোস্টে ভগবত গীতার শ্লোক। যার অর্থ, যেটা তোমার আয়ত্তে নেই সেটা ছেড়ে দিয়ে শান্তিতে ও স্বাধীনভাবে থাকো। 



  • May 23, 2025 17:02 IST

    Saurabh Sukhla In King: শাহরুখের কিং-এ ফের নয়া চমক, যুক্ত হলেন 'কাল্লু মামা' সৌরভ শুক্লা

    Saurabh Sukhla In King: শাহরুখের আগামী ছবি কিং। একের পর এক চমক। এই ছবির হাত ধরে নাকি ফিরছে রাজ-টিনা অর্থাৎ শাহরুখ-রানিরপ যুগলবন্দি। এবার শাহরুখের রাজপাটে যোগ দিলেন কাল্লু মামা সৌরভ শুক্লা। শাহরুখের তরফে বিশেষ উপহারও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন অভিনেতা। 



  • May 23, 2025 15:49 IST

    Nusrat Faria Health জেল থেকে ফিরেই অসুস্থ, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে বিশেষ পোস্ট নুসরতের

    Nusrat Faria Health এপার ও ওপার, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। দু'দিনের মধ্যেই জামিন পান বাংলাদেশি অভিনেত্রী। ২০ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁকে জামিন দেয় নুসরতকে। অভিনেত্রীর আইনজীবী মহম্মদ ইফতেকার হোসেন প্রথম আলো-কে এই তথ্য নিশ্চিত করেছেন। জামিন পাওয়ার দুদিন পর অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করে জানিয়েছেন বর্তমানে তাঁর শরীর মোটেই ভাল নেই। গুরুতর অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন তিনি।



  • May 23, 2025 15:27 IST

    Actor Tragic Accident: শরীরের ৩০টা হাড় ভেঙে টুকরো টুকরো...

    ২০২৩ সালে নেভাডার বাড়িতে এসেই এই অভিনেতা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন। বরফের রাস্তায় স্নোপ্লো কিংবা বরফ কাটার বাহন তাঁকে ধাক্কা মারে। এবং তিনি তাঁর ভাইপোকে বাঁচাতে গিয়েই এই পরিস্থিতিতে পড়েছিলেন। যদিও বা তাঁর বাঁচার আশা একেবারেই ছিল না। কিন্তু, তিনি বেঁচে ফিরেছিলেন। জীবন মৃত্যুর মধ্যেকার এক ভয়ঙ্কর অনুভূতি অনুভব করেছিলেন তিনি। নিজেও আশা করেননি যে তিনি ফিরে আসবেন। অভিনেতাকে বলতে শোনা গেল সেই প্রসঙ্গেই।



  • May 23, 2025 14:43 IST

    Tara Sutaria Photo: রাতারাতি আগুন ছড়ালেন তারা...

     অভিনেত্রী তারা সুতারিয়া তার সর্বশেষ ফটোশুটে সবচেয়ে বড় ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে তাকে সাদা পর্দা ছাড়া আর কিছুই পরে থাকতে দেখা যায়নি। ছবিতে, সুতারিয়া ক্যামেরার বিপরীতে মুখ ঘুরিয়ে রেখেছেন। সাদা পর্দায় মোড়ানো তাঁর দেহ, চুল হাতে জড়ো করে দারুণ সুন্দর একটি পোজ দিয়েছেন। 

     বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে তারা সুতারিয়া ছবিটি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, "আমার প্রিয় বন্ধু @rohanshrestha-এর সাথে বাড়িতে বিকেল কাটালাম সুন্দর মুহূর্তটি তৈরি করার জন্য। দারুণ একটা ক্রিয়েশন হল। নব্বই এর দশকের গ্রাইনি ব্ল্যাক অ্যান্ড ওহাইট এর থেকে অনুপ্রানিত এই ছবি।  

    tara sutaria



  • May 23, 2025 13:57 IST

    Azmeri Haque Badhon: 'আমি বিষন্ন, হতাশ খুব!' '

    Bangladeshi Actress: বাংলাদেশ জুড়ে এখন সাংঘাতিক অবস্থা! সারা দেশ স্বাধীনতার নতুন সূর্য দেখার পরেও, তাঁরা নানা কারণে এখনো সভ্য সমাজ থেকে দূরে বলেই দাবি করেছেন অনেক অভিনেতারা। এমনকি বাঁধন, যিনি গতবছর জুলাইয়ে এক দারুণ ভূমিকায় ছিলেন, তিনি আবারও নানা প্রসঙ্গে কথা বলেছেন। দেশের বর্তমান পরিস্থিতি, দেশের সরকারকে নিয়ে তিনি আশাহত এবং মর্মাহত। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ভাল দেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যা দেখছেন...



  • May 23, 2025 13:28 IST

    Sasurbari Zindabad দীর্ঘ ২৫ বছর পর..., জামাই ষষ্ঠী উপলক্ষে বড় পর্দায় ফিরছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ

    Sasurbari Zindabad আজ থেকে দীর্ঘ ২৫ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ব্ল্কবাস্টার মুভি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। জামাইষষ্ঠী উপলক্ষে ফের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে এই আইকনিক ছবি। আগামী ৩০ মে রি-রিলিজ হরনাথ চক্রবর্তীর সেই আইকনিক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর। 



  • May 23, 2025 12:51 IST

    Hera-Pheri 3: পরেশ রাওয়ালের জায়গায় কালীন ভাইয়া?

    Hera-Pheri 3: হেরা ফেরি ৩-কে ঘিরে নাটকীয়তা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, এবং পরেশ রাওয়ালের এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আরও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ভক্তরা এখন ছবিটির নির্মাতাদের কাছে রাওয়ালের জায়গায় পঙ্কজ ত্রিপাঠিকে কাস্ট করার জন্য আবেদন করছেন, এবং সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, অভিনেতা এই মন্তব্যগুলির প্রতিক্রিয়া জানিয়েছেন। 



  • May 23, 2025 11:40 IST

    Vishal Tamil Actor Marriage: মৃত্যুমুখ থেকে ফিরেই বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেতা

    Actor getting Married: কথায় বলে, প্রেম সে মানুষকে মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরিয়ে আনতে পারে। আর ভালবাসায় ভেজাল না থাকলে মানুষের আরও বেশি করে বাঁচার ইচ্ছা বেড়ে যায়। অন্তত দক্ষিণের এই সুপারস্টারকে দেখলে সেটাই বোঝা যায়। কিছুদিন আগেই মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। আর বর্তমানে বিয়ের তোড়জোড় শুরু করেছেন।

    Actor getting Married: কিছুদিন আগেই মৃত্যুমুখ থেকে ফিরেছেন, এবার প্রকাশ্যেই বিয়ের কথা জানালেন ৪৭ এর অভিনেতা...



  • May 23, 2025 10:55 IST

    Aamir Khan Fees: কেন এই ছবিতে টাকা নেননি আমির খান?

    আমির খান যখন বলেছিলেন যে তিনি তার 'লাল সিং চাড্ডা' ছবির জন্য কোনও টাকা পাননি। এখন, তার সিএ বিমল পারেখ জানিয়েছেন যে অভিনেতা এবং তার 'পিকে' সহ-অভিনেতা রণবীর কাপুর তার টাকা নিয়ে একেবারেই চিন্তিত নন। "তারা টাকা বোঝে না।"এবিপি লাইভ সামিটে বক্তৃতা দিতে গিয়ে আমির খান বলেছিলেন, “লাল সিং চাড্ডার জন্য আমি কখনও কোনও টাকা পাইনি কারণ এটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি।” 



  • May 23, 2025 10:23 IST

    Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর কালো পোশাকে সংস্কৃত শ্লোক

     Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য রাই বচ্চন, যিনি বর্তমানে ফ্রান্সে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে নিত্যনতুন লুকের মাধ্যমে আলোড়ন তুলছেন, বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো লাল গালিচায় হেঁটেছেন । লা ভেন্যু দে ল'অ্যাভেনির (কালার্স অফ টাইম) এর প্রিমিয়ারের জন্য গৌরব গুপ্তের পোশাক পরে দেখা যায় অভিনেত্রীকে। ঐশ্বর্যের কেপে ভগবদ গীতার একটি সংস্কৃত শ্লোক লেখা ছিল। শ্লোকটি তার কালো পোশাকের উপরে পরা সাদা কেপে সূচিকর্ম করা ছিল এবং সেই নিয়েই আলোচনা তুঙ্গে।

    Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর কালো পোশাকে সংস্কৃত শ্লোক, এর অর্থ জানলে চমকে যাবেন...



Tollywood Actress tollywood news Bollywood News bollywood actress bollywood