Swati Sachdeva: 'মা আমার কাছে...', রণবীর এলাহাবাদিয়া পর স্বাতী সচদেবের 'অশালীন' মন্তব্যে তোলপাড়, দেখুন ভাইরাল ভিডিও

Swati Sachdeva Controversial Comment: রণবীর বিতর্কের মাঝেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন আরও এক কমেডিয়ান স্বাতী সচদেব। মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে হুলস্থূল কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিও।

Swati Sachdeva Controversial Comment: রণবীর বিতর্কের মাঝেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন আরও এক কমেডিয়ান স্বাতী সচদেব। মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে হুলস্থূল কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
স্বাতী সচদেবের 'অশালীন' মন্তব্যে তোলপাড়

স্বাতী সচদেবের 'অশালীন' মন্তব্যে তোলপাড়

Swati Sachdeva Comment: সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’শোয়ে কমেডিয়ান রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিতর্কের জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। আইনি গুঁতোয় এই শোয়ের সঙ্গে যুক্ত কৌতুকশিল্পীদের কেরিয়ার এবং এই ধরনের শো বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই আবহে ফের একই ঘটনার পুনরাবৃতি! এবার কাঠগোড়ায় স্ট্যান্ড আপ কমেডিয়ান স্বাতী সচদেব। একটি শোয়ে এসে 'যৌনগন্ধী' মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপিং ভাইরাল হতেই স্বাতীর মন্তব্য ঘিরে তোলপাড়। মহিলা কমেডিয়ান নিজের মা-কে কমেডি শোয়ের মঞ্চে হাসির খোরাক বানিয়েছেন। কোন রসিকতার খেসারত দিতে হতে পারে স্বাতীকে? 

Advertisment

তিনি মজা করে বলেন, 'সম্প্রতি আমার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে। আমার মা হঠাৎ একদিন আমার সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করছিলেন, যেটা কোনোদিনই করেন না। আসলে মা আমার ভাইব্রেটরটা খুঁজে পেয়ে গিয়েছিলেন। ওটা হাতে পেতেই মা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এসে বললেন, আমি তো তোমার বন্ধু। মায়ের ওই কথাটা শুনেই আমি ভেবেছিলাম মা এবার নিশ্চয়ই আমার ভাইব্রেটরটা চাইবেন। মা কেমন যেন ইনিয়ে বিনিয়ে ওটাকে প্রথমে গ্যাজেট বললেন, তারপর বললেন ওটা তো খেলনা। সঙ্গে সঙ্গে আমি বললাম এটা বাবার। আমার কথা শুনেই মা তৎক্ষণাৎ বলেন, বোকার মতো কথা বোলো না। তোমার বাবার কী পছন্দ সেটা আমি জানি।'  ঘর ভর্তি দর্শকের সামনে স্বাতী অকপটে বলে দিলেন, 'এরপরই মা আমার কাছে ভাইব্রেটরটা চাইলেন।'

Advertisment

কৌতুকশিল্পীদের মা-বাবাকে নিয়ে এই ধরনের আশালীন মন্তব্য নবীন প্রজন্মের নৈতিক বোধ নিয়ে খুব স্বাভাবিকভাবেই  প্রশ্ন উঠছে। স্বাতীর কমেডিতে দ্বিধাভিভক্ত নেটপাড়া। একাংশ এটিকে হাস্যকর টপিক বলে উড়িয়ে দিয়েছেন। স্বাতীর মন্তব্যে উঠেছে হাসির রোল। করতালিতে ফেটে পড়েছে অনুষ্ঠানগৃহ। আর একাংশ বলছেন, এগুলো নোংরামি। মা-বাবাকে নিয়ে বারবার কুৎসিত রসিকতায় রেগে কাঁই নেটিজেনদের একটা বড় অংশ। এই ধরনের শো এবং কুরুচিকর মন্তব্য যাতে চিরতরে বন্ধ হয় সেই দাবি করছে নেটপাড়ার সদস্যরা। 

প্রসঙ্গত, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে মা-বাবার সঙ্গম নিয়ে রণবীরের মন্তব্যের জেরে দ্য রণবীর শো বন্ধের দাবি তোলা হয়েছিল। যদিও ভাবে আদালত শর্তসাপেক্ষ সেই শো চালু করার অনুমতি দিয়েছে। ছাইচাপা আগুনের মতো সেই রেশ এখনও রয়েছে। এর মাঝে স্বাতী সচদেবের মন্তব্য নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তা বলাইবাহুল্য। কৌতুকশিল্পীদের বিরুদ্ধে বারবার শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠছে। রণবীর এলাহাবাদিয়া আবহে মহাকুম্ভ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়িয়েছেন কমেডিয়ান ভারতী সিং। মুনাওয়ার ফারুকী হপ্তা ওয়াসুলি-তে অশ্লীলতা প্রচারের দায়ে বিতর্কে জড়িয়েছেন। এবার মা-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই তালিকার নয়া সংযোজন স্বাতী সচদেব।

comedian Stand-up comedians stand-up comedy Swati Sachdeva