অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ছবি কেসরি মুক্তি পাবে ২১ মার্চ। এদিন টুইট করে একথাই জানালেন খিলাড়ি। ১৮৯৭ সাল, দশ হাজার আফগান সেনার সামনে রুখে দাঁড়িয়েছিলেন ২১ জন শিখ জওয়ান। হার নিশ্চিত একথা বিলক্ষণ জানতেন তারা তবুও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবার এই গল্পই দেখাতে চলেছে দর্শককে। অনুরাগ সিংয়ের পরিচালনায় মুক্তি পাবে কেসরি। সোমবার টুইটারে ছবি মুক্তির তারিখ জানালেন আক্কি। সম্প্রতি জয়পুরে শুটিং শেষ হয়েছে কেসরির।
আরও পড়ুন, বিগ বসে আর নেই রোহিত সুচান্তি
সলমন খান এই ছবিতে প্রযোজক হিসাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু অজয় দেবগণও এই বিষয় নিয়ে ছবি তৈরি করবেন শুনেই হয়ত পিছিয়ে আসেন ভাইজান। এই ছবির প্রথম ঝলকে নজর কেড়েছিলেন অক্ষয় কুমার। এদিকে রাজকুমার সন্তোষির পরিচালনায় একই বিষয়ের ওপর ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুডা। রণদীপ হুডাকে দেখা যাবে হাবিলদার ইশর সিংয়ের ভূমিকায়।
Read the full story in English