Advertisment

Khushi-Vedang: মোবাইলে কোন মুহূর্ত রেকর্ড করতে চান খুশি? প্রেমচর্চার মাঝে শ্রীদেবীর কন্যা যা বললেন...

Khushi-Vedang Moment: ভেদাঙ্গর সঙ্গে প্রেমের গুঞ্জন খুশি কাপুরের। নতুন ছবির প্রচারে এক চ্যাট শোয়ে এসে কী বললেন শ্রীদেবী কন্যা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মোবাইলে কোন মুহূর্ত রেকর্ড করতে চান খুশি?

মোবাইলে কোন মুহূর্ত রেকর্ড করতে চান খুশি?

Khushi Kapoor: ২০২৩-এ জোয়া আখতারের দ্য আর্চিজ-র হাত ধরে অভিনয়ে হাতেখড়ি খুশি কাপুরের। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে অভিনয় করেছিলেন ভেদাঙ্গ রায়নাও। মুক্তির অপেক্ষায় খুশির পরবর্তী ছবি। আমির পুত্র জুনায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রীদেবী কন্যা। তার আগে চর্চিত প্রেমিক ভেদাঙ্গ রায়নার সঙ্গে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি খুশি।

Advertisment

Connect Cine-এর সঙ্গে একটি ব়্যাপিড ফায়ার রাউন্ডে প্রেম-রোম্যান্স নিয়ে খোলামেলা কথা বললেন খুশি কাপুর। ভেদাঙ্গর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তিনি বলেন, কোনওদিন প্রেমের প্রস্তাব পাননি। চ্যাট শোয়ে সঞ্চালক খুশির কাছে জানতে চান, তাঁর জীবনে এমন কোনও রোম্যান্টিক মুহূর্ত আছে যা মোবাইলে রেকর্ড করে রাখতে চান। 

তাঁর সোজাসপজি উত্তর, 'না, সেটার প্রয়োজন নেই। তবে আমি একটা জিনিস রেকর্ড করা পছন্দ করব সেটা হল প্রেমের প্রস্তাব।' সঞ্চালকের তরফে পালটা প্রশ্ন, অতীতে এমন কোনও প্রেমের প্রস্তাব পেয়েছেন যা আপনার হৃদয় ছুঁয়েছে? খুশির জবাব, 'আজ পর্যন্ত আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি।'

মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেদাঙ্গর সঙ্গে ডেট করছেন খুশি। দ্য আর্চিজ-এ একসঙ্গে কাজ করেছিলেন খুশি-ভেদাঙ্গ। তাঁদের অফ স্ক্রিনে কেমেস্ট্রিও পছন্দ জুটির ভক্তদের।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। লিফটের বাইরে দুজনেই অপেক্ষারত। সেই সময়ই প্যাপেদের ক্যামেরবন্দি চর্চিত লাভবার্ডস। 

Advertisment

ভেদাঙ্গ হাত নেড়ে পাপারাৎজ্জিদের কাছে আসার জন্য বলেন। এদিকে আবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটনাগরিকদের নজর পড়েছে খুশির হাই-হিলে। এক নেটিজেনের প্রশ্ন,'এতটা হিল পরার কী প্রয়োজন? যখন প্রেমিককেই তাঁর পাশে ছোট লাগে।'

নেটনাগরিকদের মধ্যে এক ব্যক্তি ভেদাঙ্গর উদ্দেশে লিখেছেন, 'প্রেমিকা হিল পরেছে। তাঁর পাশে নিজেকে খাটো লাগা নিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই।' খুশির পক্ষ নিয়ে এক নেটিজেন আবার বলেছেন,'উচ্চতার সঙ্গে সমঝোতার জন্য হিল বাদ দেওয়া কখনই সম্ভব নয়।'

এই মুহূর্তে আপকামিং মুভি Loveyapa-র প্রচারে ব্যস্ত খুশি কাপুর। আগামী ৭ ফেব্রুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পাবে খুশি-জুনায়েদের এই নতুন ছবি। নতুন জুটি দর্শকের মনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। Advait Chandan পরিচালিত এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গ্রুসা কাপুর, আশুতোষ রানা, তানভিকা পারলিকর, কিকু সর্দা ও কুঞ্জ আনন্দ। 

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Couple khushi kapoor
Advertisment