মুক্তি পেল 'গোত্র' ছবির প্রথম গান 'নীল দিগন্তে'। মানালি ও নাইজেলের প্রেমকাহিনির দৃশ্যায়ন ঘটেছে এই গানে। শ্রেয়া ঘোষালের কন্ঠে গাওয়া এই গান কম্পোজার অনিন্দ্য চট্টোপাধ্যায়।
শিবপ্রসাদ-নন্দিতা মানেই ব্যকরণের বাইরে। এই পরিচালক জুটিই বারবার সামনে এনেছেন নতুন নতুন সমীকরণ। এবারেও সেই চমক অব্যাহত রেখেই তৈরি করছেন 'গোত্র'। আর এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ হল নাইজেল-মানালি জুটির। কিছুটা তাড়িঘড়ি করেই শুটিং শেষ হয়েছে এই ছবির।
Advertisment
তারই মধ্যে মুক্তি পেল ছবির প্রথম গান 'নীল দিগন্তে'। মানালি ও নাইজেলের প্রেমকাহিনির দৃশ্যায়ন ঘটেছে এই গানে। শ্রেয়া ঘোষালের কন্ঠে গাওয়া এই গান কম্পোজার অনিন্দ্য চট্টোপাধ্যায়। তবে ২০১৯টা উইন্ডোজের জন্য আলাদা। সাধারণত বছরে একটাই ছবি তৈরি করেন শিবু-নন্দিতা। কিন্তু এবছরটা ভিন্ন। দু’টো ছবি মুক্তি পেতে চলেছে তাদের পরিচালনায়।
দেশে রক্তারক্তি, বিদ্বেষ, হানাহানিতে বিপন্ন মানবজাতি। জাতি-ধর্মের বাইরে বেরোতে পারছে না মানুষ। সাম্প্রদায়িকতার জাঁতাকলে বলি হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু মানুষের প্রকৃত ধর্ম কী? তাদের আদেও কি কোনও ‘গোত্র’ রয়েছে? এই সহজ প্রশ্নটাই আরও একবার দর্শককে মনে করিয়ে দিতে চেয়েছেন শিবপ্রসাদ ও নন্দিতা। সমাজের এই অস্থির সময়ে তাদের আত্মাকে প্রশ্ন করতে বাধ্য করতে চলেছেন পরিচালকদ্বয়।
ছবিতে মানালি ঘোষ এবং নাইজেল ছাড়াও অভিনয়ে দেখা যাবে সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, টোটা রায়চৌধুরি এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আর এই বছর জন্মাষ্টমীতে অর্থাৎ অগাস্টে মুক্তি পাবে ‘গোত্র’।