Nusrat Jahan Tips: ছুটির মরশুমে নিজেকে ভাল রাখতে চান তো? নুসরতের টিপস হতে পারে সেই 'টনিক'

Nusrat Jahan: ছুটির মরশুমে নিজেকে ভাল রাখতে গেলে কী কী করতে হবে? এক ক্লিকে দেখে নিন নুসরতের চারটি টিপস।

author-image
Kasturi Kundu
New Update
ছুটির মরশুমে নিজেকে ভাল রাখতে গেলে কী কী করতে হবে?

ছুটির মরশুমে নিজেকে ভাল রাখতে গেলে কী কী করতে হবে?

Nusrat Jahan Holiday Tips: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এখন যশের সঙ্গে প্রযোজনা সংস্থাও সামলাচ্ছেন  টলি ক্যুইন। সম্প্রতি শুরু হয়েছে যশ-নুসরতের প্রোডাকশন হাউজের দ্বিতীয় ছবি আড়ি-র শ্যুটিং। যশ-নুসরতের যুগলবন্দি ছাড়াও এই ছবির অন্যতম কেন্দ্রীয় আকর্ষণ মৌসুমী চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন টলিউড অভিনেত্রী সঙ্ঘশ্রীও। নতুন ছবি নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। তার মাঝেও ইনস্টা স্টোরিতে ছুটির মরশুমে ভাল ও সুস্থ থাকার টিপস দিয়েছেন নুসরত। 

Advertisment

ডিসেম্বর মানেই তো উৎসবের আমেজ। ২৫ ডিসেম্বর ক্রিসমাস থেকেই ১৩ থেকে ৮৩ প্রত্যেকেই যেন ছুটির মেজাজে। বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় দিন গুনতে থাকে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। ছুটির সময়ে কোন কোন বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিলেন নুসরত জাহান? খুব বেশি নয়, চারটি টিপস দিলেন টলি অভিনেত্রী।

Advertisment

 প্রথমত:  না বলতে শিখুন। এতে মানসিক শান্তি পাবেন। দ্বিতীয়ত: তুমি তোমার পরিবার নির্বাচন করতে পারবে না। কিন্তু, সেই সব আলোচনা থেকে দূরে থাকুন যা আপনার সুস্থ ও ভাল থাকার পক্ষে বাঁধা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত: কারও কাছে কোনও বিষয়ে ঋণী থাকবেন না। চতুর্থত: আপনার অনুভূতি আপনার কাছে মূল্যবান। কাউকে তার ব্যখা দেওয়ার প্রয়োজন নেই। 

ইনস্টা স্টোরিতে আরও একটি পোস্ট শেয়ার করেছেন নুসরত। সেখানে কর্মফলের কথা বলেছেন অভিনেত্রী। নুসরতের ভাবনায়, 'আমার মনে হয় কেউ যদি আমার দুর্বলাতর সুযোগ নেয় তাহলে সে তার ফল পাবে। যে আমার জীবনের শান্তি নষ্ট করবে বা আমাকে ভুল পথে চালিত করে তাহলে কর্মফল তাকে পেতেই হবে।'

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নুসরত। জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিন। ক্রিসমাসেও সান্টার সাজে ছবি পোস্ট করেছিলেন যশ ঘরণী নুসরত জাহান। উল্লেখ্য, যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি সেন্টিমেন্টাল বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছিল।

প্রচারেও ছিল অভিনবত্ব। এবার আড়ির অপেক্ষায় যশরত জুটির ভক্তরা। মা-ছেলের গল্পের ভাবনায় আরও একবার বক্স অফিসে যশ-নুসরতের ভাগ্যে লক্ষ্মীলাভ লাভ হয় কিনা সেটা তো সময়ের অপেক্ষা। তার আগে আপাতত শ্যুটিংয়ের মাঝে উৎসবের আমেজে সেলেব দম্পতি।  

Nusrat Jahan Yash-Nusrat christmas-2024