Rukmini Maitra as Binodini: রুক্মিণী মৈত্রকে নিয়ে এখন আলোচনার শেষ নেই। তাঁর একটাই কারণ, অভিনেত্রী নিজে যেভাবে ইতিহাস সৃষ্টি করেছেন তাঁর বিনোদিনী চরিত্রের মাধ্যমে, সেটি প্রসংশার যোগ্য। ছবি রিলিজে বেশ কিছুদিন বাকি। কিন্তু, রুক্মিণী যেভাবে লাইমলাইটে রয়েছেন।
অভিনেত্রীর নতুন ছবির লুক একের পর এক আলোড়ন সৃষ্টি করছে। কখনও তিনি একদম সাবেকি সাজে আবার কখনও কীর্তনিয়া, নটি বিনোদিনীকে নিয়ে যেন স্বপ্ন দেখেছিলেন তিনি। আর সেই সঙ্গে নিজের জীবনেও যে এত গুণী মানুষদের থেকে প্রশংসা পাবেন কল্পনাও করেননি তিনি। এবার তো মুম্বাই থেকে এমন একজন মানুষের ডাক পেলেন...
কথায় বলে, গুণীর কদর একজন গুণীই বোঝে। রুক্মিণী এখন যে বেজায় আনন্দে সে তার সমাজ মাধ্যমের প্রতিটা পাতায় পরিষ্কার। কেন? আজ একটি পোস্ট করেছেন তিনি। তাঁকে ডেকে পাঠিয়েছেন এমন একজন মানুষ, যাকে নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। পরিচালক আশুতোষ গোয়ারিকর তাঁকে ডেকে পাঠিয়েছেন। এবং তাঁর থেকেও বড় কথা, তিনি তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
কী বলেছেন আশুতোষ সাহেব?
রুক্মিণী বিনোদিনী হিসেবে অনবদ্য। যেমন ভাল পারফর্ম করেছেন তেমনই ভালো নাচ করেছেন তিনি। এহেন লেয়ার্ড পারফরমেন্স ডেলিভার করা নেহাতই সহজ কথা নয়। এই সিনেমা ভারতীয় থিয়েটারের অনবদ্য ধারা এবং এর আড়ালে যে কারিগররা ছিলেন তাঁদের শ্রদ্ধা জানানোর এক মাধ্যম। আর রুক্মিণী? নিজের পারফর্মের জন্য প্রশংসা পাচ্ছেন, তিনি কী বলছেন?
"আমার জীবনে আজ একটা বিরাট দিন। কারণ, আশুতোষ বাবু বিনোদিনীর প্রথম কাট দেখার পর আমায় নিজে ফোন করেছিলেন, এবং জানিয়েছিলেন যে উনি আমার সঙ্গে দেখা করতে চান। আমি প্রতিটা অভিনেতার জীবন বেঁচে নিয়েছি একদিনে। যেমন তাঁর অফিস, তেমন তিনি এবং তাঁর নম্রতা! আমরা অনেকক্ষণ কথা বললাম এবং অবশ্যই অনেক আইডিয়া এক্সচেঞ্জ হল।" উল্লেখ্য, বড়পর্দায় এই ছবি আসছে শীঘ্রই।