বান্দ্রায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যদের গুলিতে নিহত সলমনের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। তাঁর মর্মান্তিক মৃত্যুর পর সলমন খান এবং তার পরিবার একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সেই দুষ্কৃতী দল, যারা সলমন খানের বাড়ির সামনে গুলি চালিয়েছিল বলে অভিযোগ তাঁদেরকেই সন্দেহ করছেন বেশিরভাগ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের ভাই আরবাজ খান তার পরিবারের সুস্থতা এবং সলমনকে সুরক্ষিত রাখার জন্য তাদের প্রচেষ্টা সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজ পরিবারের উদ্বিগ্ন তার কথা জানিয়েছেন। তিনি বলেন, "আমরা ভালো আছি। আমি বলব না যে আমরা একেবারে ভাল আছি কারণ পরিবারে এখন অনেক কিছু ঘটছে। অবশ্য সবাই উদ্বিগ্ন।"
সলমন খানের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে আরবাজ খান তাকে রক্ষার জন্য পরিবারের সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছেন। "আমি বলব না যে আমরা সবাই ঠিক আছি কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা নিশ্চিত করছি যে সরকার ও পুলিশসহ সবাই সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এবং সলমন সুরক্ষিত আছেন। সবাই যার যার সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমরা এভাবেই থাকতে চাই, না।"
বাবা সিদ্দিকির শেষকৃত্যে সলমনকে দৃশ্যত আবেগাপ্লুত দেখাচ্ছিল। এই রাজনীতিবিদের হত্যাকাণ্ড চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে। সিদ্দিক বলিউডে সুপরিচিত ছিলেন বিলাসবহুল ইফতার পার্টি হোস্ট করার জন্য। সলমন ও শাহরুখ খানের মধ্যে পাঁচ বছরের দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার একটি বিখ্যাত ইফতার সমাবেশে। ১৩ অক্টোবর বড়া কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাবা সিদ্দিকীর শেষকৃত্য সম্পন্ন হয়।