Sourav - Madhumita: এখন তবে কার অপেক্ষায়? মধুমিতার দ্বিতীয় বিয়ের খবরে কী দাবি প্রাক্তন স্বামী সৌরভের?

Sourav Chakraborty-Madhumita: সৌরভের কী খবর? অভিনেতা নতুন করে জীবন কবে শুরু করছেন? তিনি কি আদৌ নিজেকে আবার সুযোগ দেবেন? কী জানিয়েছেন তিনি...?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sourav chakraborty on madhumita sarcar wedding

বিয়ের পিঁড়িতে মধুমিতা, কী বলছেন সৌরভ? Photograph: (Instagram)

আসন্ন ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছেন, দুজনে অর্থাৎ তিনি এবং দেবমাল্য সারাটা সময় যেভাবে সঙ্গে থাকেন, নতুন করে প্রেমের দিবস বলে আর কিছুই নেই তাঁর কাছে।

Advertisment

অভিনেত্রী কাজের জন্য বেশিরভাগ সময় তাঁর প্রেমিকের সঙ্গেই সময় কাটান। আর তিনি এও জানিয়েছিলেন, আলাদা করে দুজনের কাছ থেকে দুজনেই শুধু সময় চান। তবে, বিয়ে নিয়ে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্ল্যানিং রয়েছে তাঁদের, একথাও জানিয়েছেন। অন্যদিকে, তাঁর প্রাক্তন সৌরভের কী খবর? অভিনেতা নতুন করে জীবন কবে শুরু করছেন? তিনি কি আদৌ নিজেকে আবার সুযোগ দেবেন?

অভিনেতা এখন পরিচালকও বটে। মধুমিতার সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল তাঁর। একই সিরিয়ালে কাজ করতে করতে প্রেমে পড়েন দুজনে। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। একসময় তো তিনি জানিয়েছিলেন, যদি চরিত্রের প্রয়োজনে দরকার পরে তবে, তিনি মধুমিতার সঙ্গে কাজ ও করতে পারেন, কিংবা তাঁকে অ্যাপ্রোচ পর্যন্ত করতে পারেন। কিন্তু, আজ যখন প্রাক্তনের বিয়ের খবর শুনলেন, তখন কী বলছেন তিনি? সৌরভ সংবাদমাধ্যমে বেশ হাসিমুখেই এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়...

Advertisment

"ওর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ভাল থাকুক। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। যার সঙ্গে জীবন শুরু করছে তাঁকেও শুভেচ্ছা।" নিজের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন তিনি?  নাকি এখন সবটাই ধোঁয়াশা। অভিনেতা পরিচালক জানিয়েছেন....

"আমি বসন্তের অপেক্ষায় আছি। যেদিন আসবে, সেদিন সাদরে গ্রহণ করব। আসলে, টার্গেট রেখে তো প্রেম করা যায় না। কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে। এখন অন্য কিছু মনে হয়। খালি ভাবি প্রেম তো সেটাই, যার আমার সঙ্গে চলতে ইচ্ছে করবে, কিংবা আমার যার সঙ্গে হাঁটতে গেলে অন্য পথে যেতে ইচ্ছে করবে না।" উল্লেখ্য, সৌরভ বেশ কিছু সিরিজ পরিচালনা করছেন, যার মধ্যে  রাজনীতি বেশ জনপ্রিয়।

tollywood Madhumita Sarkar tollywood news Tollywood Actress