জিমের নামে লোকের থেকে টাকা হাতানোর অভিযোগ। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল শোরগোল। অভিনেত্রীকে নিয়ে বচসা তুঙ্গে। দেড় বছর আগেই ফিটনেস এম্পায়ার নামে এক জিম খুলেছিলেন তিনি। তাতে ইচ্ছুকদের থেকে টাকাও নিয়েছিলেন, কিন্তু বছর ঘুরলেও জিমে তালা। এরপরই পুলিশি অভিযোগ করেন তাঁরা।
Advertisment
এসবের পরেও এতদিন চুপ ছিলেন শ্রাবন্তী। জানিয়েছিলেন, সময় দিতে পারছেন না। নিশ্চই কোনও কারণ আছে যার জন্য জিম বন্ধ। যারা টাকা দিয়েছেন তাঁরা টাকা পেয়ে যাবেন এমন কথাও বলেছিলেন। কিন্তু এবার মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কী জানালেন শ্রাবন্তী? তাঁর কথায়...
"আমি জানতে পেরেছি বেশ কিছু ভিত্তিহীন এবং খারাপ অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। যে ঘটনা ঘটেছে তাতে আমি নিজেও যথেষ্ট অবাক হয়েছি। এই ঘটনার সঙ্গে আমার নাম জড়ালেও আমি সম্পর্কিত নয়। আমার টাকাও উধাও! আমার সঙ্গেও প্রতারণা হয়েছে। ভারতের আইনব্যবস্থার ওপর আমার অগাধ আস্থা। আশা করব সত্যের জয় হবেই। ধন্যবাদ"। এখানেই শেষ নয়। নাম উঠতেই নিজেকে এই জিমের সঙ্গে জড়িয়ে নেই বলেই দাবি করেছিলেন তিনি।
যদিও এই বিষয়ে শ্রাবন্তীকে ধুয়ে দিয়েছেন অনেকেই। অভিনেত্রীকে বোকা বলেও সম্বোধন করেছেন অনেকে। কেউ কেউ আবার টেনে আনলেন তাঁর বিয়ের কথাও। তাঁদের কথায়, পোস্ট করার আগে দেখে নিন, নিজের খোরাক নিজেই করছেন। আবার কেউ তাকে সঙ্গ দিয়েই বললেন, ভাববেন না! আমরা আছি তো।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে সেই জিমের উদ্বোধন করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেন। আকর্ষণীয় অফার দিয়ে বিজ্ঞাপনও প্রকাশ্যে আসে। যেখানে উল্লেখ করা হয়েছিল যে, ১৮ হাজার টাকার পরিবর্তে যদি একেবারে প্রথম কিস্তিতে ৭ হাজার টাকা দেওয়া হয়, তাহলেই ভর্তি হতে পারবেন। লোভনীয় এই অফার পেয়ে লুফে নেন অনেকেই। তবে ভর্তি হওয়ার পরই নাকি তাঁদের বলা হয়, ৪ হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরপরই হঠাৎ করে দোলের জন্য জিম বন্ধ হয়ে যায়। যা এখনও খোলেনি।