মোদক পরিবারে হুলুস্থুল লেগেই আছে। এই বোমা বিস্ফোরন তো এই প্রাণ সংশয় - অতি কষ্টে কিন্তু ওমির প্ল্যান বানচাল করে প্রাণে বেঁচেছে এই পরিবার। যদিও বা জি বাংলার এই পরিবারকে নিয়ে দর্শকদের সবসময়ই ভীষণ আগ্রহ, তবে এবার দর্শকদের উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুড়েছেন মিঠাইয়ের কর্তৃপক্ষ।
Advertisment
গল্প হোক কিংবা সংলাপ - মিঠাই একটু এদিক থেকে ওদিক হলেই দর্শকদের মন ভার। মিঠাই কতটা মন দিয়ে দেখেন তার অনুরাগীরা, এবার এই আন্দাজ পেতেই দর্শকদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন জি বাংলা কর্তৃপক্ষ। দুটি ছবি পাশাপাশি রেখেই জানতে চাওয়া হয়েছে, এর মধ্যে পার্থক্য কী কী রয়েছে? মিঠাইয়ের প্রতিটা চরিত্র বাংলার মানুষদের কাছে কতটা জায়গা জুড়ে রয়েছে তার প্রমাণ এর থেকে মেলে।
উত্তর খুঁজে পেয়েছেন? প্রথম পার্থক্য, অনুরাধার ( বিদিপ্তা চক্রবর্তীর হাতে শাখা পলা, যেটি প্রথম ছবিতে রয়েছে, দ্বিতীয়তে নেই )
দ্বিতীয়, কৌশাম্বি ( নন্দার ব্লাউজ এর রঙ, একটিতে লাল এবং আরেকটিতে গোলাপী )
তৃতীয়, সিড়ির পাশে যেখানে তিনটি ছবি লাগানো রয়েছে তার ওপরে ল্যাম্প।
চতুর্থ, মিঠাইয়ের গলার কালো কার - একটিতে আছে আরেকটিতে নেই।
পঞ্চম, সমরেশের পাঞ্জাবির পকেটে উঁকি দিচ্ছে কিছু। যেটি প্রথমে আছে, দ্বিতীয় ছবিতে নেই।
TRP তালিকায় মিঠাই আবারও নিজের স্থানে ফিরেছে। এবং তাতে বেজায় খুশি দর্শকরা। কিন্তু একের পর এক বিপদ লেগেই আছে। মিঠাইয়ের সঙ্গে দর্শকদের এনগেজমেন্ট দিনদিন শুধু বেড়েছে বইকি কমে নি। এদিকে সিদ্ধার্থ এখন জেলে। ওমিকে খুন করার ষড়যন্ত্রে আজ এই অবস্থা তার। তাকে নির্দোষ প্রমাণ করতে হবে - এই চ্যালেঞ্জই নিয়েছে মিঠাই।