/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/272781606_489843905889311_8067713286896536028_n.jpg)
রুকমার স্টেজ শো
টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ রুকমা। টেলিভিশন থেকে ওয়েব সিরিজেও নিজেকে পরিচিতি দিয়েছেন তিনি। খানাকুলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি, তারপরেই অকারণে হেনস্থা হতে হয় অভিনেত্রীকে! কী এমন ঘটেছে সেখানে?
স্টেজ শো অথবা মাচা শো অনেকেই করে থাকেন। হুগলির খনাকুলে পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী। যথারীতি, তাঁকে সামনে দেখে সেলফি তোলার অনুরোধ আসে। অভিনেত্রী অনুরাগীদের কথা রাখতে ছবিও তোলেন। ছবি তোলা নিয়েই বিবাদ, অন্যতম আয়োজকদের মধ্যে একজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হন রুকমা! কিন্তু হঠাৎ কী এমন হল?
আরও পড়ুন < ‘মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করাই যায়, তবে..’, আচরণ ঠিক নয় ছেলে আব্রামের, কুশিক্ষা দিচ্ছেন শাহরুখ! >
আয়োজকদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের থেকে নাকি অনেক দেরিতে হাজির হয়েছিলেন রুকমা। তার ওপর, সকলের সঙ্গে সেলফি তুলে সময় নষ্ট করছিলেন। সেকারণেই তাঁর ওপর ক্ষেপে যান আয়োজকরা। এবং সটান তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। কিন্তু আসলেই কী ঘটেছে?
আরও পড়ুন < বিমানবন্দরে চরম হয়রানি! স্ত্রীকে আনতে গিয়েই বিপাকে অভিনেতা মৈনাক, অভিযোগ ‘পুলিশের’ বিরুদ্ধে >
অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাস্তায় যানজটের কারণে সামান্য দেরি হয়েছিল তাঁর। অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বেজে যায়। তাঁর কথায়, "যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই রাস্তা এতটাই সরু ছিল যে বলার কথা নয়। অনেক আগেই নেমে যেতে হয় গন্তব্যের আগে। তাঁর থেকেও বড় কথা, আমায় হেঁটে বাইকের পেছনে বসে যাওয়ার কথা বলায় আমি রাজি হইনি। তাতেও অনেকটা সময় নষ্ট হয়। মঞ্চে ওঠার পর, সংবর্ধনা অনুষ্ঠান, গান এসব মিটিয়ে সেলফি তোলার অনুরোধ কম ছিল না। এরকম অনেকগুলো সেলফি তুলতে তুলতেই ক্ষেপে ওঠেন আয়োজক। চিৎকার করে বলতে থাকেন, বিজ্ঞাপনের জন্য আপনাকে আনা হয় নি। অনুষ্ঠান করলে করুন নয়তো মঞ্চ নেমে যান।"
এই আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না শিল্পী। অল ইন্ডিয়া আর্টিস্ট ফোরাম ঘটনার তদন্ত করছে। ঘটনার পরেই স্টেজ থেকে নেমে আসেন তিনি। ফলে কিছুটা হতবাক হয়ে যান উপস্থিত দর্শকরা। অকারণে, অপমান যেন গায়ে বিঁধেছে তাঁর। ভুলতেই পারছেন না কিছু।