২৩ এপ্রিল বৃহস্পতিবার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন স্বেচ্ছাসেবী মানুষদের উপর পরীক্ষা করা শুরু করল।
একদিন আগে, বুধবার জার্মানিতেও বৃহৎ আন্তর্জাতিক ওষুধ সংস্থা BioNtech ও Pfizer কে এই ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।
ব্রিটেন ও জার্মানিতে মানুষের উপর পরীক্ষা
ব্রিটেনে সরকার অক্সফোর্ডকে এই প্রকল্পের জন্য ২০ মিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড সহায়তা করেছে, একই রকম আরেকটি প্রকল্পের জন্য ইম্পিরিয়াল কলেজ লন্ডনকে ২২.৫ মিলিয়ন পাউন্ড সাহায্য করা হয়েছে।
কোভিড ১৯ মোকাবিলা- কেরালার রাস্তা
ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হানকক, যিনি কোভিড ১৯ থেকে আরোগ্যলাভ করেছেন, তিনি বলেছেন এই ভ্যাকসিন প্রকল্পে সরকার সমস্ত কিছু দিতে রাজি।
স্কাই নিউজের খবর অনুসারে অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলেছেন কোভিড ১৯-এর যে ইঞ্জেকশন তাঁরা তৈরি করেছেন, তার সাফল্যের সম্ভাবনা ৮০ শতাংশ। যেসব ব্যক্তি স্বেচ্ছাসেবক হবেন তাঁদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৫৫-র মধ্যে। রিপোর্টে বলা হয়েছে তাঁদের ৬২৫ পাউন্ড করে দেওয়া হবে।
ChAdOx1 nCoV-19 নামের অক্সফোর্ডের তৈরি করা এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে শিম্পাজির শরীরের এক নিরীহ ভাইরাস থেকে - তার মধ্যে নভেল করোনাভাইরাসের একটি অংশ জেনেটিকালি ইঞ্জিনিয়র করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছিল নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। অক্সফোর্ডের গবেষকরা বলছেন, এক বছরের সেপ্টেম্বরের মধ্যে এক মিলিয়ন ডোজ নিরীক্ষামূলক ভ্যাকসিন তাঁরা প্রস্তুত করতে পারবেন। জার্মানিতে ফেডেরাল ইনস্টিট্যুট ফর ভ্যাকসিনস জানিয়েছে, সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষার অনুমোদন পাওয়া গিয়েছে, মার্কিন সংস্থা Pfizer ও জার্মান সংস্থা BioNtech একযোগে তা প্রস্তুত করবে।
এক সপ্তাহে গুজরাটে সংক্রমণ বাড়ল তিনগুণ, প্রায় তিনগুণ বাড়ল মৃত্যুও
জার্মানির প্রকল্পের প্রাথমিক স্তরে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ জন যোগ দেবেন। দ্বিতীয় স্তরে যাঁদের এ রোগের ঝুঁকি বেশি, তাঁদের উপর পরীক্ষা করা হবে। BNT162 নামের এই ভ্যাকসিন এর পর অনুমতি পেলে আমেরিকায় পরীক্ষা করে দেখা হবে।
জার্মানি ও ব্রিটেন ছাড়া, বেশ কিছু দেশের গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ চলছে। এর মধ্য়ে রয়েছে চিন, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয় দেশ। দ্য ইন্ডিপিন্ডেন্টের রিপোর্ট অনুসারে ৮৬টি দল বর্তমানে সারা পৃথিবীতে কোভিড ১৯-এর প্রতিষেধক নিয়ে কাজ চালাচ্ছে, এর মধ্যে কয়েকটি ক্লিনিকাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন