Advertisment

Explained: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুই নারী, এবছর কেমন ছিল নারীশক্তির অংশগ্রহণ?

সামরিক বাহিনীতে নারীর জয়জয়কার।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Womens Army

সাম্প্রতিক বছরগুলোয় দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। যা হচ্ছে সবটাই সরকারি নীতি মেনে। সেই নীতি মেনেই এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারীশক্তির অংশগ্রহণ বাড়াতে চলেছে মোদী সরকার। আগামী বছর এই অংশগ্রহণ আরও বাড়ানো হবে। এমনটাই জানিয়েছে সরকার। এই ব্যাপারে গত মাসে সরকার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালে কেবলমাত্র মহিলা প্রতিনিধিরা অংশ নেবেন। মহিলারাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্যান্ড বাজানো থেকে শুরু করে প্যারেডের অন্যান্য বিভাগে অংশ নেবেন। সেই কুচকাওয়াজ ঘিরে কর্তব্যপথ হয়ে উঠবে নারীশক্তির প্রতীক। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা মন্ত্রিসভার বিভিন্ন বিভাগ, সংগঠন এবং বিভিন্ন কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisment

মহিলা প্রতিনিধিদের অংশগ্রহণ

মোদ্দাটা হল, মোদী সরকার চাইছে যত বেশিসংখ্যক মহিলা প্রতিনিধির কুচকাওয়াজে অংশগ্রহণ। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, দেশের পদাতিক বাহিনীর ক্ষেত্রে তাহলে কুচকাওয়াজের সময় কী হবে? কারণ, সেনার পদাতিক বাহিনী এখনও মহিলাদের জন্য দরজা খোলেনি। ২০২৩ সালেও দেশের নারীশক্তিকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা গিয়েছে। সামনের সারিতে থেকে দেশের মহিলা জওয়ান ও আধিকারিকরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। সেনার অনেক মহিলা অফিসারের কাছেই যা ছিল স্বপ্ন, সেটাই পূরণ হয়েছে চলতি বছরে কর্তব্য পথে। কেন্দ্র সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণের নীতি মেনেই ২০২৩ সালের কুচকাওয়াজে নারী বা মহিলা শক্তিকে অগ্রাধিকার দিয়েছিল।

থিম 'নারী শক্তি'

কুচকাওয়াজের থিম রাখা হয়েছিল 'নারী শক্তি'। নেভির ট্যাবলোর নেতৃত্বে ছিলেন এক মহিলা বিমান বাহিনীর আধিকারিক। সিআরপিএফের সশস্ত্র নারী বাহিনী এই কুচকাওয়াজে এবারই প্রথমবার অংশগ্রহণ করেছে। নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর নেতৃত্বে ছিলেন মহিলারা। লেফটেন্যান্ট ক্যাডার দিশা অমৃত এবং স্কোয়াড্রন লিডার সিন্ধু রেড্ডি নৌবাহিনী এবং বিমান বাহিনীর কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন। সেনার এই দুই মহিলা আধিকারিকের মধ্যে রেড্ডি হলেন এমআই-১৭ কপ্টারের পাইলট। আর, দিশা অমৃত নৌবাহিনীর ডর্নিয়ার ২২৮ নজরদার বিমানের দায়িত্ব আছেন।

আরও পড়ুন- নারীশক্তির জয়জয়কার! আগামী প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে কুচকাওয়াজে শুধু মহিলা ব্রিগেডই

নেতৃত্বে মহিলারা

শুধু তাই নয়, এবারই প্রথমবার নৌবাহিনীর তিন আধিকারিক ছিলেন কুচকাওয়াজে তিনটি বিভাগের নেতৃত্ব। পাশাপাশি, ছ'জন অগ্নিবীরও কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। পাশাপাশি, বিমান বাহিনীর মহিলা আধিকারিক লেফটেন্যান্ট চেতনা শর্মা আকাশ ক্ষেপণাস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। কুচকাওয়াজে সিগনাল বিভাগ থেকে আসা মোটরবাইক চালক বাহিনী বা ডেয়ারডেভিলদের নেতৃত্বেও ছিলেন এক মহিলা আধিকারিক। সীমান্তরক্ষীদের উটবাহিনীতেও প্রতিনিধি ছিলেন এক মহিলা আধিকারিক।

Republic Day WOMEN Modi Government
Advertisment