Advertisment

Rahul Gandhi-Ilhan Omar: রাহুল গান্ধীর সঙ্গে ভারত-বিরোধী বলে অভিযুক্ত ইলহান ওমরের বৈঠক, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

Rahul Gandhi-Ilhan Omar: মার্কিন কংগ্রেসর মহিলা জনপ্রতিনিধি ইলহান ওমর এর আগে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ করেছিলেন। তিনি ওই হত্যাকাণ্ডে কানাডা যাতে তদন্ত চালায়, সেই দাবি করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi, Ilhan Omar, রাহুল গান্ধী, ইলহান ওমর,

Rahul Gandhi-Ilhan Omar: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্র্যাডলি জেমস শেরম্যান দ্বারা আয়োজিত রেবার্ন হাউস অফিস বিল্ডিং-এ ইলহান ওমর-সহ আমেরিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন। (ছবি- টুইটার)

Rahul Gandhi-Ilhan Omar: বুধবার (১১ সেপ্টেম্বর) বিজেপি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে মার্কিন কংগ্রেসের জনপ্রতিনিধি ইলহান ওমরের সঙ্গে ছবি তোলায় 'ভারত-বিরোধী' বলে অভিযুক্ত করেছে। বিজেপির অভিযোগ, রাহুল 'ভারতের বিরুদ্ধে' কাজ করছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া এক্স-এর এক পোস্টে ওমরকে 'পাকিস্তান স্পন্সরড ভারত-বিরোধী কণ্ঠস্বর, একজন উগ্র ইসলামপন্থী এবং স্বাধীন কাশ্মীরের প্রবক্তা' বলে বর্ণনা করেছেন।

Advertisment

রাহুলের আমেরিকা সফরের কারণ

ভারত এবং আমেরিকার মধ্যে 'বন্ধন মজবুত করতে' তিন দিনের সফরে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাহুল। মঙ্গলবার রাহুল জোনাথন জ্যাকসন, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি, বারবারা লি, শ্রী থানেদার, জেসুস জি গার্সিয়া, হ্যাংক জনসন, জান শাকোস্কি এবং ইলহান ওমর সহ একদল আমেরিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের সঙ্গে ছবি তুলেছেন। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই সমালোচনায় সুর চড়িয়েছে বিজেপি।

ইলহান ওমর সম্পর্কে অভিযোগ

ইলহান ওমরকে ভারতের জাতীয়তাবাদী নেতাদের অনেকেই পছন্দ করেন না। আন্তর্জাতিক দুনিয়ার মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকার জনপ্রতিনিধিদের তৃতীয় বিশ্বের দেশগুলোর হয়ে কথা বলানোর জন্য রীতিমতো 'লবি' করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো। কোন জনপ্রতিনিধি কোন দেশের হয়ে কথা বলছেন, তা থেকেই বোঝা হয় তিনি কোন দেশের লবির সঙ্গে রয়েছেন। আর, ইলহান ওমরকে নানা সময় হামেশাই ভারতের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সেই কারণে ওমরকে ভারতের অনেক নেতাই পছন্দ করেন না। তাঁকে শত্রু দেশের লবির প্রতিনিধি বলে মনে করেন। আর, সেই কারণেই রাহুলের সঙ্গে ওমরের বৈঠকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন- নতুন জাতীয় সড়ক আইনে হতে পারেন লাভবান, জেনে নিন বিস্তারিত

ভারতের বিষয়ে ওমরের প্রতিক্রিয়া 

ইলহান ওমর ২০২৩ সালের সেপ্টেম্বরে এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যার নিন্দা করেছিলেন। নিজ্জরের মৃত্যুতে ভারতের জড়িত থাকার অভিযোগ তুলে কানাডার তদন্তে তাঁর পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। একইসঙ্গে মার্কিন প্রশাসনকে কানাডার তদন্তে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন। জবাবে, শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে (ইউবিটি) দলের সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী ভারতের রাজনৈতিক বিষয়ে আমেরিকান হস্তক্ষেপের বিরুদ্ধে তদন্ত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলেন। গোটা ঘটনাটি নিয়ে অন্যান্য ভারতীয় রাজনীতিবিদরাও তীব প্রতিক্রিয়া দিয়েছিলেন। 

CONGRESS US India bjp rahul gandhi
Advertisment