Advertisment

সিবিআই-ডিরেক্টরকে নিয়ে নয়া মামলা, সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি

অলোক ভার্মাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ সংক্রান্ত রায় দিয়েছিল তাঁরই নেতৃত্বাধীন বেঞ্চ। আবার অলোক ভার্মার অপসারণের পর কাকে ক্ষমতায় আনা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার হাই পাওয়ার কমিটিতেও ছিলেন প্রধান বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলোক ভার্মাকে সরিয়ে নাগেশ্বর রাওকে সিবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ করার ঘটনাকে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। সেই নতুন মামলার শুনানি প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

Advertisment

সিবিআই ডিরেক্টর নিয়োগের হাই পাওয়ার কমিটিতে প্রধান বিচারপতি রয়েছেন এবং আগে এই সংক্রান্ত মামলার রায় দিয়েছেন, তাই তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী ২৪ জানুয়ারি রাও-এর শুনানি এবং হাই পাওয়ার কমিটির বৈঠক এই দুটিরই দিন ধার্য হয়েছে।

নাগেশ্বর রাও-এর নিয়োগকে অবৈধ দাবি করে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেছে 'কমন কজ' নামের এক অসরকারি  সংস্থা। সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল সোমবার। শুনানির আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

আরও পড়ুন, অমিত শাহের কপ্টার অবতরণের অনুমতি দিল না মমতা সরকার

অলোক ভার্মাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ সংক্রান্ত রায় দিয়েছিল তাঁরই নেতৃত্বাধীন বেঞ্চ। আবার অলোক ভার্মার অপসারণের পর কাকে ক্ষমতায় আনা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার হাই পাওয়ার কমিটিতেও ছিলেন প্রধান বিচারপতি। রঞ্জন গগৈ ছাড়া কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

অলোক ভার্মার অপসারণ পদ্ধতিকে অবৈধ দাবি করে আবেদনকারীরা জানিয়েছিলেন, "রাতারাতি সিবিআই ডিরেক্টরকে অপসারিত করার অস্বচ্ছ এবং এলোপাথাড়ি সিদ্ধান্ত নিয়ে সরকার এই প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছে"।

প্রসঙ্গত, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের সিবিআই ডিরেক্টর হিসেবে নিযুক্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ভার্মাকে অপসারিত করা হয়। তার বদলে ভার্মাকে দমকলের ডিজি-র দায়িত্ব দেওয়া হলে তা নিতে অস্বীকার করেন ভার্মা। এই ঘটনার পরেই চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন অলোক ভার্মা।

Read the full story in English

cbi
Advertisment