গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমল অনেকটা, তবে বাড়ল মৃত্যুর হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। শুক্রবার ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের।
এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন।
কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই দেশের করোনা গ্রাফে ওঠা-পড়া অব্যাহত। গত তিন ধরে দৈনিক সংক্রমণের হার ৪০ হাজারের উপরে ছিল। তবে, শুক্রবার তা বেশ খানিকটা কমেছে। যদিও সংক্রমণের নিরিখে এখনও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। গত ২৪ ঘন্টায় কেরালায় আক্রেনত হয়েছেন ১৯ হাজার ৯৪৮ জন। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ৫৩৯ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। কেস রিকভারি রেট ১.৩০ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে সাড়ে ৫০ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাড়ছে নমুনা পরীক্ষার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৫০হাজার ৮১ নমুনা পরীক্ষা হয়েছে।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে পুনাওয়ালা জানান, প্রাপ্ত বয়স্কদের জন্য অক্টোবরেই আসতে পারে কোভ্যাক্স টিকা। শিশুদের জন্য যা মিলতে পারে পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন