Advertisment

Haldwani violence: হিংসার ঘটনায় গ্রেফতার ৫, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে হিংসার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Haldwani"," Haldwani riot"," Haldwani violence"," Uttarakhand"," Uttarakhand violence

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে হিংসার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে হিংসার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে। এই হিংসার ঘটনায় তদন্তের জন্য রাজ্য সরকারও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisment

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হিংসার ঘটনায় পুলিশ পাঁচ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হলদওয়ানির এসএসপি সংবাদ সংস্থা এএনআইকে এই তথ্য জানিয়েছেন।

অবৈধভাবে নির্মিত একটি মাদ্রাসা ভেঙে ফেলাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয়রা পৌরসভার কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করলে শতাধিক পুলিশকর্মী আহত হয়। বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে, এডিজি আইন ও শৃঙ্খলা, এপি অংশুমান বলেছেন, "দাখিল করা তিনটি এফআইআর-এ ১৬ জনের নাম উল্লেখ ছিল। যার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বনভুলপুরা এবং আশেপাশের জায়গাগুলি ছাড়া অন্য এলাকাগুলিতে কারফিউ তুলে নেওয়া হয়েছে"।

আরও পড়ুন : < CAA : সিএএ নিয়ে বড় ঘোষণা অমিত শাহের, লোকসভা নির্বাচনের আগে কার্যকর? >

শুক্রবার তিনটি ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিকসহ সাতজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, শহরের কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

Violence Uttarakhand
Advertisment