Advertisment

'ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত বরাবরই উদ্বিগ্ন', ভোটদানে বিরত থেকেও বিরাট বার্তা ভারতের

‘এটা যুদ্ধের যুগ নয়’...আরও একবার স্মরণ করাল ভারত

author-image
IE Bangla Web Desk
New Update
russia, ukraine, russia ukraine war, todays news, india at un, india un resolution on ukraine, ukraine news, russia news, world news" />

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী মোদীর বার্তাই আরও একবার তুলে ধরে বলেন, ‘মানুষের জীবনের মূল্যের আগে’। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি প্রস্তাব অনুমোদন করে। এই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে সেই সঙ্গে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এই বিষয়ে, রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বার্তাকেই ফের তুলে ধরে বলেন, 'ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত বরাবরই উদ্বিগ্ন'। আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে।

Advertisment

রুচিরা কাম্বোজ আরও বলেন, মানুষের জীবনের মূল্য দিয়ে কোন সমাধানে কখনোই পৌঁছানো সম্ভব নয়। ভারত সবসময় আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সংঘাতের অবসানে বিশ্বাসী। কাম্বোজ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও এর আগে একই কথা বলেন,  তিনি বলেছেন, ‘এটা যুদ্ধের যুগ নয়’!

ইউক্রেনকে নিয়ে রাষ্ট্রসংঘের এই প্রস্তাবটি, সাধারণ পরিষদে ১৪১/৭ দ্বারা পাস হয়। ভারত চিন সহ মোট ৩২টি দেশ এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকে। একই সময়ে এর বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ। ঠিক এক বছর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।  

'ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত বরাবরই উদ্বিগ্ন'

কাম্বোজ আরও বলেন, 'ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত বরাবরই উদ্বিগ্ন'।  অর্থনৈতিক সংকটের মধ্যে ভারত ইউক্রেনে মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। যুদ্ধের ফলে অগণিত প্রাণহানি হয়েছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের। একই সঙ্গে এই সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কম্বোজ বেশ কিছু মৌলিক প্রশ্নের ওপর আলোকপাত করেন। তিনি প্রশ্ন তোলেন 'আমরা কি রাশিয়া-ইউক্রেন উভয় দেশের কাছেই গ্রহণযোগ্য সম্ভাব্য সমাধানের কাছাকাছি আসতে পেরেছি?

আজ ২৪ ফেব্রুয়ারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। একই সময়ে, ইউক্রেনে একটি স্থায়ী শান্তিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (UNGA) একটি প্রস্তাব পাস করা হয়েছে। বৃহস্পতিবার ইউএনজিএ-তে 'ঐতিহাসিক ভোটে' দেশগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং সাতটি দেশ এর বিরোধিতা করেন। একই সময়ে চিন ও ভারতসহ ৩২ দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে যুদ্ধ বন্ধ এবং ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে বলেছেন আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই যুদ্ধের অবসানই একমাত্র কার্যকর উপায়। তিনি বলেন, 'আমরা সবসময় আলোচনা এবং কূটনীতিকেই একমাত্র কার্যকর উপায় হিসেবে বিবেচনা করি'।

India UNGA Russia-Ukraine Conflict
Advertisment