Advertisment

Jaishankar On Biden: মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে খারিজ, 'অনন্য দেশ ভারত', উল্লেখ জয়শঙ্করের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'জেনোফোবিক' মন্তব্য প্রত্যাখ্যান করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaishankar

শুক্রবার এক গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেন। (ছবি: পিটিআই)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'জেনোফোবিক' মন্তব্য প্রত্যাখ্যান করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জোর দিয়ে বলেন, ভারত সব সময়ই বিভিন্ন সমাজের লোকদের জন্য উন্মুক্ত এবং তাদের স্বাগত জানতে সব সময় প্রস্তুত।

Advertisment

ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর ভারতীয় অর্থনীতি নিয়ে বাইডেনের করা অভিযোগও অস্বীকার করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কর্তৃক আনা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ভারতের স্বাগত দৃষ্টি প্রতিফলিত করে।

২ এপ্রিল, বাইডেন বলেছিলেন যে ভারত, চিন, জাপান এবং রাশিয় 'জেনোফোবিক'। আর এটাই দেশগুলির অর্থনৈতিক সমস্যার জন্য দায়ি এবং বাইডেন যুক্তি দিয়েছিলেন যে আমেরিকার অর্থনীতি দ্রুত বাড়ছে কারণ আমেরিকা সব সময় অভিবাসীদের স্বাগত জানায়। বাইডেন বলেন, জাপান, রাশিয়া ও ভারত কেন সমস্যার সম্মুখীন হচ্ছে? কারণ তারা 'জেনোফোবিক' ।

আরও পড়ুন - Prajwal Revanna: সিবিআই নজরে দেবেগৌড়ার নাতি, শ’য়ে শ’য়ে মহিলাকে যৌন শোষণ, তোপ রাহুলের

সিএএ নিয়ে কী বললেন জয়শঙ্কর?
জয়শঙ্কর এদিন বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তরফে আনা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ভারতের স্বাগত দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। আমি মনে করি, যাদের ভারতে আসা দরকার, তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত'।

'ভারত একটি অনন্য দেশ'

জয়শঙ্কর এদিন আরও বলেন, যে ভারত একটি অনন্য দেশ যেখানে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। বিশ্বের ইতিহাসে, ভারতীয় সমাজ এমন একটি সমাজ যা খুবই সব সময় সকলের জন্য উন্মুক্ত ছিল। বিভিন্ন সমাজের বিভিন্ন সময়ে মানুষ ভারতে এসেছেন,”।

Jaisankar
Advertisment