Advertisment

মালয়ালিদের একমাসের বেতন চেয়ে আর্জি কেরালার মুখ্যমন্ত্রীর

রাজ্যের ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করার জন্য মালয়ালিদের কাছে সোমবার আর্জি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী। ফেসবুকের মাধ্যমে এই আর্জি রাখেন পিনারাই বিজয়ন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pinarayi Vijayan, পিনারাই বিজয়ন

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বানভাসি কেরালার লক্ষ্মীর ঝাঁপি নিয়ে মরিয়া সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ যুগের ভয়াবহতম বন্যায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে দক্ষিণের এই রাজ্য। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে ক্ষতির অঙ্ক জেনে কেরালার জন্য ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার দুর্দশা দেখে কোটি কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্য। অন্যদিকে কেরালার পাশে দাঁড়িয়েছেন অনেক সেলেবরাও। এদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকার সাহায্য নিয়ে চলছে জোর চাপানউতোর। এবার কেরালার আর্থিক ভিত মজবুত করতে সে রাজ্যের বাসিন্দাদের কাছে সাহায্যের আর্জি জানালেন খোদ মুখ্যমন্ত্রী।

Advertisment

শুধুমাত্র কেরালাতে কিংবা এ দেশেই নয়, গোটা বিশ্বে যেখানে মালয়ালিরা রয়েছেন, তাঁদের উদ্দেশে এদিন আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন পিনারাই বিজয়ন। রাজ্যের ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করার জন্য মালয়ালিদের কাছে সোমবার আর্জি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী। ফেসবুকের মাধ্যমে এই আর্জি রাখেন পিনারাই বিজয়ন।



ফেসবুক পোস্টে পিনারাই বিজয়ন লিখেছেন, যদি সব মালয়ালিরা একসঙ্গে জোটবদ্ধ হন, তবে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আর্জি, কেরালাকে নতুন করে তৈরি করার জন্য মালয়ালিরা তাঁদের একমাসের বেতন ত্রাণ তহবিলে দান করুন। তবে অনেকেই যে নিজেদের বেতন একসঙ্গে দিতে পারবেন না, সেকথা উল্লেখ করে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে, সেক্ষেত্রে দশমাস ধরে এই সাহায্য করা যাবে।

আরও পড়ুন, ৭০০ কোটি টাকা নিয়ে বিড়ম্বনায় কেরালার মুখ্যমন্ত্রী

এর আগে বেশ কয়েকজন সাংসদ ও অন্ধ্রপ্রদেশের আইএএস অফিসারদের সংগঠনের তরফে তাঁদের একদিনের আয়ের টাকা কেরালার জন্য সাহায্য করা হয়। অন্যদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ৩ লক্ষ ৯১ হাজার ৪৯৪ পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার।

kerala national news
Advertisment