বিয়ের অনুষ্ঠানে খরচ ২০০ কোটি, ইডি-র র‌্যাডারে ‘মহাদেব অ্যাপ’ দিনভর তল্লাশিতে উদ্ধার পাহাড় প্রমাণ নগদ

বাজেয়াপ্ত করা হয়েছে ৪১৭ কোটি টাকার সম্পত্তি।

বাজেয়াপ্ত করা হয়েছে ৪১৭ কোটি টাকার সম্পত্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourabh Chandrakar, Ravi Uppal, Mahadev Online Book, dubai, dubai news, todays news, india news, Raipur, Bhopal, Mumbai, Kolkata, Red Corner Notices"

মুম্বই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে ২৫৫ কোটি নগদ এবং ১৩ কোটি টাকা মূল্যের গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ইডি এই মামলায় ৩৯টি জায়গায় অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৪১৭ কোটি টাকার সম্পদ।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুসারে, ইডি তদন্তের সময় জানতে পেরেছিল যে দুবাইতে গা ঢাকা দিয়ে থাকা অনলাইন ব্যাটিং অ্যাপের প্রধান অভিযুক্ত সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুবাইতে নিজের বিয়ের অনুষ্ঠানে নগদ ২০০ কোটি টাকা খরচ করেছিলেন। প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল এবং একাধিক সেলিব্রিটি বিয়েতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন। হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি টাকার অর্থ পাচার করা হয় বলেও জানিয়েছে ইডি।

কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ‘মহাদেব অ্যাপ’ নামে অনলাইন বেটিং সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। ইডি-র র‌্যাডারে ‘মহাদেব অ্যাপ’ নামে অনলাইন বেটিং সংস্থা। জানা যাচ্ছে, এই সংস্থার সদর দফতর দুবাইয়ে। সেখানকারই বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে উঠে এসেছে হাওয়ালা যোগের তথ্যও।

Enforcement Directorate