Advertisment

২০২৩-র মধ্যেই এক রাষ্ট্র-একটি আইনসভা প্ল্যাটফর্ম: ওম বিড়লা

'আমরা দেশের সব রাজ্যর বিধানসভাগুলির কার্যক্রমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
One nation one legislative platform by 2023 LS Speaker om birla

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

লোকসভার স্পিকার ওম বিড়লা বৃহস্পতিবার বলেছেন, ২০২৩ সালের মধ্যে সমস্ত আইনসভার কার্যপ্রণালী- সংসদের উভয় কক্ষ, রাজ্য বিধানসভা এবং বিধানসভা পরিষদগুলি এক প্ল্যাটফর্মে উপলব্ধ হবে।

Advertisment

বাজেট অধিবেশন শেষে সাংবাদিক বৈঠকে বিড়লা বলেন যে, 'আমরা দেশের সব রাজ্যর বিধানসভাগুলির কার্যক্রমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছি। আমি মনে করি আমরা ২০২৩ সালের মধ্যে হওয়া সম্ভব।'

লোকসভার অধ্যক্ষের কথায়, 'প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ও সচল হলে তা জনসাধারণের কাছে অনেক তথ্য সরবরাহ করবে। আমাদের প্রচেষ্টা হল মেটাডেটার মাধ্যমে সমস্ত নথি সরবরাহ করা যাতে মানুষ বিধানসভার কার্যধারা জানতে পারে।' তিনি বলেন, 'প্রাথমিকভাবে শুধুমাত্র লিখিত কার্যক্রম প্ল্যাটফর্মে পাওয়া যাবে।' এক প্রশ্নের জবাবে, তিনি জানিয়েছেন যে, নতুন পোর্টালটি কোনও অ্যাপ নয় এবং এতে রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে না।'

২০২১ সালের ২১ নভেম্বর অল ইন্ডিয়া প্রিজাইডিং অফিসারদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে এই জাতীয় প্ল্যাটফর্মের ধারণাটি তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে, 'আমার একটা ভাবনা আছে, যার নাম ওয়ান নেশন ওয়ান লেজিসলেটিভ প্ল্যাটফর্ম। এটা কী সম্ভব? এই ধরণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, একটি পোর্টাল যা শুধুমাত্র আমাদের সংসদীয় ব্যবস্থাকে প্রয়োজনীয় প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করবে না, দেশের সমস্ত গণতান্ত্রিক ইউনিটকে সংযুক্ত করতেও কাজ করবে। আমাদের আইনসভাগুলির সমস্ত কার্যক্রম এই পোর্টালে মেলা উচিত এবং কেন্দ্রীয় ও রাজ্য বিধানসভাগুলি কাগজবিহীন মোডে কাজ করা উচিত।'

Read in English

Om Birla national news
Advertisment