Advertisment

শেষ পর্যন্ত ভারতে আসছেন বিলাওয়াল ভুট্টো জারদারি, যোগ দেবেন গোয়ার বৈঠকে

২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর শপথে দিল্লিতে এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ। তারপর বিলাওয়ালই উচ্চপদস্থ কোনও পাকিস্তানি নেতা যিনি ভারতে আসছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan foreign ministers bilawal bhutto zardaris visit to india in may , ভারতে আসছেন বিলাওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে আসছেন। আগামী মে মাসের ৪ ও ৫ তারিখ গোয়ায় আসবেন। বিলাওয়াল যোগ দেবেন সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের (এসসিও) বিদেশমন্ত্রীদের বৈঠকে। পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ বালোচ এই ঘোষণা করেছেন।

Advertisment

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে সেদেশের বিদেশমন্ত্রীর এদেশে আসার বিষয়টি তাৎপর্যপূর্ণ। হিনা রব্বানি খার ছিলেন শেষ পাক বিদেশমন্ত্রী যিনি ২০১১ সালের জুলাই মাসে ভারতে এসেছিলেন। এছাড়া ২০১৪ সালের পর এই প্রথম উচ্চপদস্থ কোনও পাকিস্তানি নেতা ভারতে পা রাখতে চলেছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথগ্রহণের সময় ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

ভারতে বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর অংশগ্রহণের কথা ঘোষণা করে, সেদেসের মন্ত্রকের মুখপাত্র বলেছেন যে, 'গোয়ায় গিয়ে বৈঠকে অংশগ্রহণ সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের সনদ এবং প্রক্রিয়াগুলির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং পাকিস্তান তার বিদেশ নীতিতে এই অঞ্চলকে যে গুরুত্ব দেয় তা প্রতিফলিত করে।'

সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণটি ইসলামাবাদে স্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির কাছে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁকে মে মাসের প্রথম সপ্তাহে এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য আহ্বান করে হয়।

ভারত ও পাকিস্তান ছাড়াও সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের অন্যান্য আরও ছ'টি সদস্য দেশ হল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

Goa India bilawal bhutto zardari pakistan
Advertisment