/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/pak-plane-759.jpg)
চলছে উদ্ধারকাজ। ছবি: টুইটার থেকে।
পাকিস্তানে ভেঙে পড়ল সামরিক বিমান। প্রশিক্ষণের সময় রাওয়ালপিণ্ডির কাছে বাড়িতে ভেঙে পড়ল পাক সামরিক বিমান। এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের, জখম হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার ভোরবেলায় একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। এ ঘটনায় ৫ বিমান কর্মী ও ১২ জন বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: আসছে ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ বিশেষ মোদী এপিসোড
Pakistan: 17 people, including 5 crew members and 12 civilians have lost their lives after a Pakistan Army aircraft crashed near Mora Kalu in Rawalpindi, today. pic.twitter.com/qbcqhDlkY2
— ANI (@ANI) July 30, 2019
পাক উদ্ধারকারী দলের এক কর্তা জানান, প্রশিক্ষণ চালাচ্ছিল একটি ছোটো বিমান। কী কারণে বিমান ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় উদ্ধারকারী দল। রাওয়ালপিণ্ডির কাছে মোরা কালু গ্রামে ভেঙে পড়ে বিমানটি। এ প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্সকে এক সেনা আধিকারিক জানান, ‘‘একটি বাড়িতে ধাক্কা লাগে বিমানের। দুর্ঘটনার পরই ভেঙে পড়ে বাড়িটি’’। পাক সেনা সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন: জোর করে ধর্মান্তরণ বাড়ছে, পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ তৈরির দাবি রাজ্যসভায়
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা এপি-কে আরেক আধিকারিক বলেন, ‘‘জখম ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অধিকাংশজনই আগুনে পুড়ে গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে শিশুও’’। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তারপরই তাঁরা দেখেন যে, বাড়ির সামনে বিমান ভেঙে পড়েছে। মহম্মদ মুস্তাফা নামের এক বাসিন্দা বলেন, ‘‘আমার বোন, ওর স্বামী ও ওদের ৩ বাচ্চা মারা গিয়েছে। ওদের বাড়িতেই বিমান ভেঙে পড়েছে’’।
আব্দুল রহমান নামের এক চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান চালকদের দেহ উদ্ধার করা হয়েছে।
Read the full story in English