Advertisment

কীভাবে ও কেন দুর্ঘটনা স্পষ্ট করল রেল, প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই হৈ-হৈ কাণ্ড

কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
oromandel express train accident, coromandel train acident in odisha, coromandel odisha train accident, coromandel train derails in odisha, coromandel express accident,coromandel express derails, coromandel express accident, odisha news, odisha train accident news, coromandel express, coromandel express accident, coromandel express accident news, coromandel express latest news, coromandel express route, coromandel express 12841, coromandel express 12841 route, coromandel express 12841 running status, coromandel express train number, coromandel express chennai to howrah, coromandel express 12841 running status, coromandel express latest updates, odisha train accident, chennai to howrah trains, chennai to howrah coromandel express

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে তিনটি যাত্রীবাহী ট্রেন - শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি পণ্য ট্রেন লাইনচ্যুত হওয়ার পরেও উদ্ধার অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও কমপক্ষে 238 জন নিহত হয়েছে এবং 900 জনেরও বেশি আহত হয়েছে। (ছবি: রয়টার্স)

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখনও পর্যন্ত ২৬১ জন এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। আহত হয়েছেন ৯০০-এর বেশি। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী মোদী। গতকালের ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসাবে সিগন্যাল ব্যবস্থার ত্রুটিকেই প্রাথমিকভাবে দায়ি করেছে রেল। ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধানে গড়া হয়েছে উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি।

Advertisment

গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ ঘটে দুর্ঘটনা। চেন্নাইগামী শালিমার-চেন্নাই করোমন্ডেল এক্সপ্রেস লাইনচ্যুত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পাশের লাইনে থাকা একটি মালগাড়ির সংঘর্ষে করোমন্ডেল এক্সপ্রেসের পিছনের বগিগুলি তৃতীয় ট্র্যাকে চলে যায়। এদিকে থার্ডলাইনে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলির সঙ্গে ধাক্কা খায়। মুহুর্তেই ছড়িয়ে পড়ে হাহাকার। রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহগুলি।

এদিকে গতকালের মর্মান্তিক ট্রেনদুর্ঘটনায় এক শোকবার্তা প্রেরণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রেলের তরফে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে সিগন্যাল ব্যবস্থার ত্রুটিকেই দায়ি করা হয়েছে। যৌথ পরিদর্শন কমিটির প্রাথমিক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণেই ঘটেছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। রিপোর্টে বলা হয়েছে আপ করমণ্ডল এক্সপ্রেসকে মেন লাইনের জন্য সিগন্যাল দেওয়া হলেও ট্রেনটি লুপ লাইনে প্রবেশ করে। যেখানে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই সময় থার্ড লাইন দিয়ে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলির সঙ্গে ধাক্কা খায়।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এদিকে ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ওডিশায় ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন রেলের দক্ষিণ পূর্ব সার্কেল নিরাপত্তা কমিশনার এএম চৌধুরী। পাশাপাশি রেলওয়ের 'কাভাচ' প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে।

Train Accident odisha
Advertisment