আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুদি এবং তাঁর স্ত্রী পি বিশালক্ষীকে একটি তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। শুধু জেলযাত্রাই নয়, একইসঙ্গে মন্ত্রী ও তারঁ স্ত্রীকে ৫০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর হাইকোর্ট পোনমুদি এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল। ভিলুপুরমে দুর্নীতি প্রতিরোধ আইনের (পিসিএ) মামলাগুলির জন্য একটি বিশেষ আদালত কিছুদিন আগেই মন্ত্রী ও তাঁর স্ত্রীকে বেকসুর খালাস করে দেয়। তবে ওই রায়দানে ভুল ছিল বলেই ফের মামলাটি চলে মাদ্রাজ হাইকোর্টে। এবার আদালত মন্ত্রী ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
তবে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও এখনই মন্ত্রী ও তাঁর স্ত্রীকে জেলে যেতে হচ্ছে না। আদালতের তরফে তাঁদের ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁরা উচ্চ আদালতে আবেদন করতেই পারেন।
তামিলনাড়ুর উচ্চ শিক্ষা এবং খনি মন্ত্রী হিসাবে তাঁর মেয়াদকালের মধ্যে বিপুল পরিমাণের সম্পত্তির মালিক হয়েছিলেন পোনমুদি ও তাঁর স্ত্রী। ২০০৬ সালের ১৩ এপ্রিল থেকে ২০১০-এর ১৩ মে পর্যন্ত তাঁদের পাহাড় প্রমাণ সম্পত্তি বৃদ্ধি হয়। ওই সময়ের মধ্যে পোনমুদি এবং তাঁর স্ত্রী ১ কোটি ৭২ লক্ষ টাকার সম্পত্তির মালিক হয়েছিলেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি গড়েছেন তাঁরা, এমনই অভিযোগ উঠেছিল। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পোনমুদিকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাঁর স্ত্রীকে প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত করেছেন।