Advertisment

বিজয়ওয়াড়ার কোভিড হোটেলে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ কমপক্ষে ১০

আমেদাবাদের পর এবার বিধ্বংসী আগুন বিজয়ওয়াড়াপ কোভিড কেয়ার সেন্টারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজয়ওয়াড়ার কোভিড হোটেলে বিধ্বংসী আগুন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার হোটেলে রবিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। হোটেল স্বর্ণ প্যালেসে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে হোটেলটিকে কোভিড সেন্টারে পরিণত করা হয়েছিল। অসমর্থিত সূত্রে খবর, আগুনে পুড়ে  দশ জনের মৃত্যু হয়েছে। জখম বহু মানুষ।

Advertisment

এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। ওই হোটেলে যেসব রোগী ছিলেন তাঁদের অন্যত্র স্থানান্তরিত করতে বলা হয়েছে। যারা জখম হয়ে অন্য হাসপাতালে ভর্তি, তাদের সব রকম দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে গুজরাতের আহমেদাবাদের নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আট কোভিড রোগী পুড়ে যান। সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

fire corona
Advertisment