Maha Kumbh Maghi Purnima Snan: মাঘী পুর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার! পুণ্যস্নানে কোটি কোটি পুণ্যার্থী, দানেই মিলবে বিশেষ ফল

Maha Kumbh Maghi Purnima Snan: ভোররাত থেকেই শুরু হয়ে গিয়েছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান ৷ সকাল ১২টা পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন ১.৫৯কোটি ভক্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Prayagraj Kumbh Mela Magh Purnima Snan Naga Sadhu Yogi Adityanath magh Purnima Daan horoscope

মাঘী পুর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার! পুণ্যস্নানে কোটি কোটি পুণ্যার্থী, দানেই মিলবে বিশেষ ফল Photograph: (ফাইল ছবি)

Maha Kumbh Maghi Purnima Snan: আজ মাঘী পূর্ণিমা ৷ দেশজুড়ে পালন করা হচ্ছে এই পুণ্য তিথি ৷ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে আজকের এই বিশেষ দিনে কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেছেন।

Advertisment

ভোররাত থেকেই শুরু হয়ে গিয়েছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান ৷ সকাল ১২টা পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন ১.৫৯কোটি ভক্ত। প্রয়াগরাজের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই পূণ্যস্নানে অংশ নিয়েছেন। 

মহাকুম্ভে মাঘী পূর্ণিমার পূণ্য স্নান চলছে। দেশ বিদেশের প্রচুর মানুষ পুণ্য অর্জনের আশায় সঙ্গম নগরীতে ভিড় করেছেন। সঙ্গম থেকে ১৫ কিলোমিটার দূরে সর্বত্র ভক্তদের ভিড় উপচে পড়ছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ১.৫৯ কোটি মানুষ পুণ্যস্নান করেছেন। আজ আড়াই কোটি ভক্ত সঙ্গনে পুণ্যস্নান করবেন বলে মনে করছে যোগী প্রশাসন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। আজ মাঘী পুর্ণিমার বিশেষ দিনে সঙ্গম নগরীতে ভক্তদের উপর চলে  হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। 

Advertisment

মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে স্নান এবং দানের রীতি প্রচলিত আছে। বিশ্বাস এই দিনে দান করলে বিশেষ ফল লাভ করা সম্ভব। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন রাশির জাতকরা আজ মাঘী পুর্ণিমার বিশেষ তিথিতে কী কী দান করলে বিশেষ শুভ ফল পাবেন? 

মেষ রাশি - মাঘী পূর্ণিমার দিনে মেষ রাশির জাতকরা গম, তামা, রাগি এবং ডালিম দান করতে পারেন। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

বৃষ রাশি - বৃষ রাশির জাতকদের মাঘী পূর্ণিমায় চাল, আটা এবং লবণ দান করা উচিত। এর ফলে অর্থনৈতিক পরিস্থিতির বিশেষ উন্নতি হবে।  

মিথুন - মিথুন রাশির জাতকদের কাঁচা ডাল, সবুজ শাকসবজি দান করা বিশেষ শুভ বলে মানা হয়। 

কর্কট রাশি - কর্কট রাশির জাতকদের মাঘ পূর্ণিমায় ঘি, চিনি, চাল, নারকেল, রূপা দান করলে বিশেষ শুভ ফলাফল মেলে। জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়।

সিংহ রাশি - মাঘী পূর্ণিমার দিনে সিংহ রাশির জাতক জাতিকারা গুড়, লাল পোশাক, চিনাবাদাম দান করতে পারেন। 

কন্যা - কন্যা রাশির জাতকদের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এবং ব্যবসা বৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় বেলপত্র এবং তুলসী দান করা উচিত।

তুলা রাশি - তুলা রাশির জাতকদের মাঘী পূর্ণিমায় ক্ষীর এবং সাদা রঙের পোশাক দান করা উচিত। এ

বৃশ্চিক - বৃশ্চিক রাশির জাতকদের মাঘী পূর্ণিমায় মধু, ডাল ইত্যাদি দান করা উচিত। 

ধনু - ধনু রাশির জাতকদের বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য মাঘী পূর্ণিমায় হলুদ পোশাক, হলুদ, ছোলার ডাল, কলা, হলুদ ফুল, ঘি দান করা উচিত। তাতে বিশেষ শুভ ফল মেলে। 

মকর রাশি - শনির আশীর্বাদ পেতে, মকর রাশির জাতক জাতিকাদের মাঘী পূর্ণিমায় তিল, সরিষার তেল, কালো জিরা দান করা উচিত।

কুম্ভ - শনির অশুভ প্রভাব কমাতে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাঘী পূর্ণিমায় কালো কম্বল, চপ্পল, জুতা দান করা উচিত।

মীন রাশি - মীন রাশির জাতকদের জন্য মাঘী পূর্ণিমার দিনে জাফরান, হলুদ এবং ডাল দান করা শুভ। এতে মানসিক ও আর্থিক সুখ বৃদ্ধি পায়।

Horoscope Mahakumbh 2025