Summer Tips: ফ্রিজ ছাড়াই তীব্র গরমে বরফের মতো ঠান্ডা থাকবে জল, ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান

Summer Tips: আপনার ঘরে যদি ফ্রিজ না থাকে তাহলে জল ঠান্ডা করার জন্য আপনি এই টিপস ফলো করতে পারেন। এই নিবন্ধে আপনি প্রাকৃতিক ভাবে জল ঠান্ডা করার কিছু উপায় জানতে পারবেন।

Summer Tips: আপনার ঘরে যদি ফ্রিজ না থাকে তাহলে জল ঠান্ডা করার জন্য আপনি এই টিপস ফলো করতে পারেন। এই নিবন্ধে আপনি প্রাকৃতিক ভাবে জল ঠান্ডা করার কিছু উপায় জানতে পারবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Summer tips for chilled water: এই উপায়গুলির মাধ্যমে ঠান্ডা হওয়া জল আপনার স্বাস্থ্যের জন্যও ভাল

Summer tips for chilled water: এই উপায়গুলির মাধ্যমে ঠান্ডা হওয়া জল আপনার স্বাস্থ্যের জন্যও ভাল

Summer Tips for cool water: মার্চ মাস শেষ হতে চলল। গরম বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। আর গরম মানেই বেশি বেশি ঠান্ডা জল খেতে ইচ্ছা করে। সাধারণত গরমের সময়ে বেশিরভাগ মানুষ ঠান্ডা জলের জন্য ফ্রিজ বা বরফের উপর নির্ভরশীল। কিন্তু ফ্রিজের জল কিছু মানুষের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে এবং আপনি অসুস্থও হতে পারেন।

জল কীভাবে ঠান্ডা করবেন?

Advertisment

আপনার ঘরে যদি ফ্রিজ না থাকে তাহলে জল ঠান্ডা করার জন্য আপনি এই টিপস ফলো করতে পারেন। এই নিবন্ধে আপনি প্রাকৃতিক ভাবে জল ঠান্ডা করার কিছু উপায় জানতে পারবেন। যেগুলি আপনি গ্রীষ্মের মরশুমে অনুসরণ করতে পারেন। এই উপায়গুলির মাধ্যমে ঠান্ডা হওয়া জল আপনার স্বাস্থ্যের জন্যও ভাল।

কুঁজোর জল

জল ঠান্ডা করার জন্য কুঁজো আজকে নয়, বহুযুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। জলকে বরফের মতো ঠান্ডা করার জন্য আপনি কুঁজোর ব্যবহার করতে পারেন। আসলে কুঁজোতে জল ঢালার পর ওই জলই ধীরে ধীরে বাষ্প হয়, যার কারণে এটা ঠান্ডা থাকে। যদি আপনি একদম ঠান্ডা জল চান তাহলে কুঁজোকে ছায়াতে রাখুন। এছাড়া আপনি কুঁজোর গায়ে ভেজা কাপড়ও জড়িয়ে রাখতে পারেন।

Advertisment

আরও পড়ুন তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে স্নেক প্ল্যান্ট? গ্রীষ্মে এই ভাবে যত্ন নিন শখের গাছের

বোতলে ভেজা কাপড় জড়ান

আপনি বোতলের জলকেও ঠান্ডা রাখতে পারেন। এর জন্য সবার প্রথমে বোতলে জল ভরে নিন। তার পর বোতলের গায়ে সুতির ভেজা কাপড় জড়িয়ে রাখুন। সেটাকে কোনও ছায়াতে রাখুন। আপনি হাওয়ার মধ্যেও রাখতে পারেন। এভাবে কিছু সময়ের জন্য জল ঠান্ডা থাকবে।

তামার পাত্রে জল রাখুন

তামার পাত্রের ব্যবহার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি তামার বাসনে জল ঠান্ডা রাখতে পারেন। আসলে এতে জল রাখলে তামা তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যাতে জল ঠান্ডা থাকে অনেকক্ষণ। আর তামার বাসনে জল রেখে খেলে অনেক স্বাস্থ্য উপকারিতাও পাবেন।

cold water lifestyle summer