কলকাতায় বচ্চন ধামে হইহই করে পালিত হল অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন
খাস কলকাতায় ভগবানের আসনে অমিতাভ বচ্চন। মুম্বইয়ের জলসা বাংলো থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে শহর তিলোত্তমায় রয়েছে বচ্চন ধাম। সেখানেই নিত্য পূজিত হন বিগ বি। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)সিনিয়র বচ্চনের জন্মদিনে যেমন মুম্বইতে কাতারে কাতারে মানুষ বিগ বি'র একঝলক দর্শন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রাস্তায় অপেক্ষা করে থাকেন। তবে কলকাতার তিলজলায় অমিতাভ-ভক্তদের সেভাবে অপেক্ষা করতে হয় না। চাইলেই দর্শন পাওয়া যায়। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)রোজ সকাল-বিকেল ঘণ্টা দুয়েকের জন্য খোলা থাকে এই মন্দির। সকাল ১০-১১ এবং বিকেলে ৫টা থেকে ৭টা। বিগর ভক্ত হলে আপনিও চাইলেই যে কোনওদিন ঢুঁ মেরে আসতে পারেন তিলজলার এই মন্দির থেকে। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)খাস কলকাতার বুকে অমিতাভের এই মন্দিরের দেখাশোনা করেন সন্দীপ পতৌদিয়া। এবার যেহেতু সিনিয়র বচ্চনের ৮০তম জন্মদিন, সেই প্রেক্ষিতে ৮০ জন দুস্থ বাচ্চাকে পাত পেড়ে খাওয়ালেন তিনি। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)শুধু তাই নয়, অমিতাভের জীবনের বিশেষ দিনগুলোও এখানে উদযাপন করা হয়। কখনও দুস্থদের মধ্যে বিলি করা হয় শীতবস্ত্র আবার কখনও বা তাঁর সিনেমা দেখানোর বন্দোবস্ত করা হয় পুরোপুরি বিনামূল্যে। আজও সন্ধেবেলা শহরের এক মাল্টিপ্লেক্সে অমিতাভ বচ্চনের সিনেমা দেখার ব্যবস্থা করেছেন তাঁরা। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)বচ্চন ধামে প্রবেশ করার নিয়ম জুতো খুলে ঢুকতে হয়। ঢুকেই দেখা যাবে সিংহাসনে বসে রয়েছেন অমিতাভ। কাচাপাকা চুল, দাড়ি। পরনে বন্ধগলা পোশাক। গলায় রজনীগন্ধার মালা। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)প্রতিবারের মতো এবারও কেক কাটা হয়েছে। হাজির হয়েছিলেন অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যরা। সকলে হইহই করে পালন করলেন বিগ বির জন্মদিন। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)কলকাতার জামাইবাবু বলে কথা। মুম্বইতে থাকলেও এই বচ্চন ধামে বিগ বির জামাই আদর কম কিছু হয় না। ২০০১ সালেই এই মন্দির প্রতিষ্ঠা হয়। ২০১৭ সালে এখানে বিগ বির মূর্তি বসে। উল্লেখ্য, আজ এখানে উপস্থিত ছিলেন কেয়া সরকার। যাঁর মুখেভাত করেছিলেন খোদ অমিতাভ। আসলে কেয়ার মা-বাবা দুজনেই বিগ বির ভক্ত। ২০১৬ সালে যখন বচ্চন সাহেব শহরে তিন সিনেমার শুটিংয়ের জন্য হাজির হয়েছিলেন। তখন কেয়ার মা-বাবার অনুরোধে তাঁর মুখেভাত দেন অমিতাভ বচ্চন। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)