রেলওয়েকে ভারতের লাইফলাইন বলা হয় (ভারতীয় রেলওয়ে)। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে।ভারতীয় রেলে ভ্রমণ করার সময় আমরা অনেক কিছুই জানি না। আমরা রেলের কিছু নিয়মও জানি না।আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে আপনাকে এই রেলের নিয়মটি জানতে হবে।এত বড় নেটওয়ার্ক নির্বিঘ্নে চালানোর জন্য কিছু নিয়ম করেছে রেল। যেহেতু আপনি যে কোচে টিকিট কিনেছেন সেই কোচে ভ্রমণ করা উচিত।কিন্তু জানেন কি ট্রেনে এমন একটা বগি থাকে, যেখানে ভুল করে চড়ে গেলেও জেলে যেতে পারেন।রেলের এই নিয়ম খুব কম মানুষই জানেন। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক কোন ট্রেনের কোচ আপনাকে জেল বা জরিমানা করতে পারে...ট্রেনে যাতায়াত খুবই আরামদায়ক এটা সবাই জানে। ট্রেনটিতে জেনারেল, স্লিপার এবং এসি ক্লাস কোচ রয়েছে।এছাড়া ট্রেনে একটি কোচ রয়েছে, যেটিতে ভ্রমণ করা যে কারও জন্য ব্যয়বহুল হতে পারে।আসলে, আমরা একটি প্যান্ট্রি কার সম্পর্কে কথা বলছি। রেলওয়ের প্যান্ট্রি কার বগিতে ভ্রমণ করতে গেলে কারাদণ্ড ও জরিমানা হতে পারে।রেলওয়ের নিয়ম অনুযায়ী কোনো যাত্রী রেলওয়ে প্যান্ট্রি কারে ভ্রমণ করতে পারবেন না।কোনো যাত্রী যদি এমনটি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তবে, গরম দুধ বা জল ইত্যাদির মতো বিশেষ অর্ডারের জন্য, আপনি প্যান্ট্রি কারে যেতে পারেন। কিন্তু এতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ। (ছবি সৌজন্যে: আর্কাইভ ছবি)