New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/cover-pic-1.jpg)
দীর্ঘ আন্দোলনের পর সোমবার অবশেষে জয়ের মুখ দেখলেন মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। ছবি: শশী ঘোষ
দীর্ঘ আন্দোলনের পর সোমবার অবশেষে জয়ের মুখ দেখলেন মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। ছবি: শশী ঘোষ অধ্যক্ষ অশোক ভদ্র নিজের হাতে খাইয়ে দিলেন ছাত্রদের। উঠলো টানা ১৪ দিনের অনশন। ছবি: শশী ঘোষ প্রথম থেকেই আন্দোলনকারীরা সাফ জানিয়েছিলেন, এই আন্দোলনে কোনওরকম রাজনৈতিক রঙ লাগতে দেবেন না তাঁরা। ছবি: শশী ঘোষ সকালে কলেজ কাউন্সেলিং-এর মিটিংয়ের পর ছাত্রদের সমস্ত দাবি মেনে নিলেন কলেজ কর্তৃপক্ষ। লিখিত ভাবে জানালেন, নতুন হস্টেলের দুটি তলা যথাযত নিয়ম মেনেই বরাদ্দ করা হবে পুরনো বর্ষের ছাত্রদের জন্য। ছবি: শশী ঘোষ মেরামত করা হবে পুরনো ভেঙে পড়া হস্টেলও। আবর্জনা পরিস্কারেরও আশ্বাস মিলেছে। ছবি: শশী ঘোষ আন্দোলন চলাকালীন ছাত্রদের দাবিকে সমর্থন জানিয়েছেন মিরাতুন নাহার থেকে শুরু করে বহু বিশিষ্টজনেরা। ছবি: শশী ঘোষ জয়ের পর আন্দোলনকারীদের কথায়, ছাত্র আন্দোলনের ইতিহাসে নজির হয়ে থাকবে তাঁদের এই আন্দোলন। ছবি: শশী ঘোষ বিজয় মিছিল নিয়ে রাজপথে নামলেন মেডিক্যাল কলেজের ছাত্ররা। ফাইল ছবি