New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/kp-oli-nepal-pm-6-1.jpg)
শুক্রবার ভারত প্রথম তিন দিনের সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী খাদগাদ প্রাসাদ ওলি।
শুক্রবার ভারত প্রথম তিন দিনের সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী খাদগাদ প্রাসাদ ওলি। (Express Photo by Amit Mehra) ভারতে আসার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন।(Express Photo by Amit Mehra) প্রথম দিনে ওলি দিল্লীতে নেপালী সম্প্রদায়ের সাথে একটি ব্যবসায়িক লঞ্চ ইভেন্ট এবং ইন্টারেক্টিভ সেশনে যোগদান করেন।(Express Photo by Amit Mehra) (Express Photo by Amit Mehra) আজ নরেন্দ্র মোদী নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে পি অলিকে বলেন আপনারা চীনকে দিয়ে যত ইচ্ছে প্রকল্প করাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভারত আর আপনাদের উৎপাদিত বিদ্যুৎ কিনতে সক্ষম হবেনা।(Express Photo by Amit Mehra) (Express Photo by Amit Mehra) (Express Photo by Amit Mehra)