সোমবার (১০ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। শেখ হাসিনা কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে সোনিয়া গান্ধীকে বড় করে আলিঙ্গন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা। এরপর আজ সরাসরি সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করেন তিনি। এ সময় তিনি পুরনো সম্পর্ক তুলে ধরেন। আসলে শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দিরা গান্ধী প্রায়ই শেখ হাসিনাকে সাহায্য করতেন। শেখ হাসিনা ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছয় বছর দিল্লিতে বসবাস করেন। তিনি দিল্লির লাজপত নগর-৩ এলাকায় থাকতেন। শেখ হাসিনা যখন প্রথম ভারতে আসেন তখন তাঁর বয়স ছিল মাত্র ২৮। ১৯৭৫ সালে বাংলাদেশে অভ্যুত্থান হলে শেখ হাসিনার বাবা মুজিব উর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করা হয়। শেখ হাসিনা তখন জার্মানিতে। যা তাঁর জীবন বাঁচিয়েছে। এরপর শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেন ইন্দিরা গান্ধী। তখন তিনি ছয় বছর দিল্লিতে ছিলেন।