New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/KKR-main_.jpg)
তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কেকেআরের (আইপিএল ওয়েবসাইট)
নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে কেকেআর। তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আপাতত কেকেআরের। দলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফেও বদল ঘটেছে। নতুন চেহারার কেকেআর প্রথম ম্যাচ খেলতে নামছে ৩১ মার্চ। ৩১ মার্চ: (অ্যাওয়ে) টুর্নামেন্টে শুরুর ম্যাচেই কেকেআরের সামনে বেঙ্গালুরু। ৩ এপ্রিল: (হোম) দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে খেলবে কেকেআর। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ৬ এপ্রিল: (অ্যাওয়ে) ইডেন গার্ডেন্সে কেকেআর তৃতীয় ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ৯ এপ্রিল: (অ্যাওয়ে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে দীনেশ কার্তিকের দল অ্যাওয়ে ম্য়াচে খেলবে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত নয়। জয়পুর কিংবা গুয়াহাটি যেকোনও একটি ভেন্য়ুতে খেলা হতে পারে। ১২ এপ্রিল: (হোম) মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি শাহরুখ খানের দল। ১৬ এপ্রিল: (অ্যাওয়ে) হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে খেলবে সানরাইজার্সের বিপক্ষে। ১৯ এপ্রিল: (হোম) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ফিরতি ম্যাচে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ২৩ এপ্রিল: (হোম) ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। ২৬ এপ্রিল: (অ্যাওয়ে) ঠিক তার পরের ম্যাচেই ফিরতি পর্বে খেলবে কিংসদের বিপক্ষে দু-দিনের ব্যবধানে। ২৮ এপ্রিল: (অ্যাওয়ে) মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর মুখোমুখি হবে ওয়াংখেড়েতে। ২ মে: (হোম) হোম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন দীনেশ কার্তিকরা। ৭ মে: (অ্যাওয়ে) ফিরতি পর্বে সিএসকের বিরুদ্ধে খেলার আগে পাঁচ দিনের ব্রেক পাবে কেকেআর। ১০ মে: (হোম) আরসিবির বিরুদ্ধে খেলতে হবে মাত্র ২ দিনের ব্যবধানে। ১৫ মে: (হোম) ঘরের মাঠে গ্রুপ পর্বের অভিযান কেকেআর শেষ করবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আপাতত ৮টি দল পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ পর্বে। সেই গ্রুপ পর্বেরই সূচি প্রকাশিত হয়েছে। মাত্র তিনটে দল নিজেদের টুইটারে সূচি প্রকাশ করেছে- কেকেআর, আরসিবি এবং সানরাইজার্স হায়দরাবাদ।