Advertisment

'শিবসেনা-অকালির এনডিএ ত্যাগের পর জোটের আর কী অবশিষ্ট রইল?', কটাক্ষ পুরনো সঙ্গীর

কৃষি বিলের প্রতিবাদ করে গত শনিবার এনডিএ ছেড়েছে অকালি দল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ দখলকে কেন্দ্র করে বিজেপি-সেনা দ্বন্দ্বে গত বছর শেষের দিকে জোট ছাড়ে শিবসেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তেলেগু দেশম, শিবসেনাপর পর এনডিএ ছেড়েছে জোটের সবচেয়ে পুরনো শরিক অকালি দল। সেই প্রসঙ্গ তুলেই এবার বিজেপিকে বিঁধল একদা গেরুয়া শিবিরের নির্ভরযোগ্য শরিক শিবসেনা। জানতে চাইল, আদৌ কি এখনও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অস্তিত্ব রয়েছে? থাকলে কারা তার শরিক?

Advertisment

অত্যন্ত হতবাকের বিষয় যে এনডিএ-এর শেষ স্তম্ভ শিরোমণি অকালি দলকে জোট ছাড়ার সময় একবারও বিরত করার চেষ্টা হল না। শিবসেনার মুখপত্র সামনায় যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ, 'বাদল যখন জোট ছাড়ছে তখন তাঁকে রোখার কোনও উদ্যোগ নেওয়া হল না। আগেই শিবসেনা জোট ছেড়েছে। এই দুই শরিক ছাড়া এনডিএ-এর আর কী বেঁচে রইল? হিন্দুত্ব নিয়ে কী তাদের আর কিছু করার রয়েছে?'

মহারাষ্ট্র ও পাঞ্জাব দেশের পৌরষত্বের প্রতিনিধিত্ব করে। অকালি দল ও শিবসেনা তাঁর প্রতিভূ বলে মনে করে এনডিএ ত্যাগী শিবসেনা।

'এখন অনেকেই বলছে রাম-রাম। কিন্তু, এরপর এনডিএ-তে কোনও রাম নেই। জোট দুটো সিংহ-কে হারিয়েছে।' সামনায় প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, কৃষি বিলের প্রতিবাদ করে গত শনিবার এনডিএ ছেড়েছে শিরোমণি অকালি দল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ দখলকে কেন্দ্র করে বিজেপি-সেনা দ্বন্দ্বে গত বছর শেষের দিকে জোট ছাড়ে শিবসেনা।

কংগ্রেস সরকারের পতনের লক্ষ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ গঠন করা হয়। এরপর বহু উত্থান-পতন হলেও জোট ছাড়েনি শিবসেনা বা অকালি দল। এবার এই দলই জোট ছাড়ায় নানা প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। কেন্দ্রে বিজেপি একছত্র ক্ষমতা দখল করলেও রাজ্যগুলো ক্ষমতা দখলে পদ্ম বাহিনীকে আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়তেই হবে। সেনা ও অকালির এনডিএ থ্যাগ তাতে প্রবাব ফেলবে বলে মনে করে উদ্ধব টাকরের দল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp shiv sena NDA
Advertisment