Advertisment

Congress Attacks BJP On Electoral Bond: পদত্যাগ করুন নির্মলা, FIR দায়ের হতেই তেড়েফুঁড়ে আসরে কংগ্রেস

Congress Attacks BJP On Electoral Bond: নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা আত্মসাৎ-এর চেষ্টার মত মারাত্মক অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে বিজেপিকে এবার চরম নিশানা করেছে কংগ্রেস

author-image
IE Bangla Web Desk
New Update
nirmala rahul modi

পদত্যাগ করুন নির্মলা, FIR দায়ের হতেই তেড়েফুঁড়ে আসরে কংগ্রেস

Congress Attacks BJP On Electoral Bond: নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা আত্মসাৎ-এর চেষ্টার মত মারাত্মক অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে বিজেপিকে এবার চরম নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন এই ঘটনা বিজেপির আসল চরিত্রকে সামনে এনেছে। 

Advertisment

রবিবার একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বলেন, বিজেপির পরিকল্পনা ছিল মারাত্মক এবং নির্বাচনী বণ্ডের মাধ্যমে দলকে আর্থিক সাহায্য প্রদান করায় বেশ কিছু সংস্থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র র‍্যাডারের বাইরে আনা হয়েছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগও দাবি করেছেন।

মোদীকে চূড়ান্ত কটাক্ষ, মঞ্চেই হঠাৎ অসুস্থ খাড়গে, স্বাস্থ্যের খোঁজে সরাসরি ফোন নমোর


 বিজেপির পরিকল্পনা ছিল ভয়ঙ্কর: কংগ্রেস

তিনি বলেন, 'অর্থমন্ত্রী সহ বিজেপির পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। বিশেষ করে এই এফআইআরের মাধ্যমে বিজেপির আসল পরিচয় প্রকাশ করেছে। সিংভি আরও অভিযোগ করেছেন যে এই মামলায় আর্থিক দুর্নীতির মোট পরিমাণ ৮ হাজার কোটি টাকা। তিনি বলেছিলেন যে বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদেরও এই মামলায় যুক্ত করা উচিত।  

অর্থমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস, বলেছে- গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র

দলের মুখপাত্র অভিষেক সিংভি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ ইনচার্জ) জয়রাম রমেশ বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য চারটি পদ্ধতির আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার পরে আবারও বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। নির্বাচনী বন্ড কেলেঙ্কারির অভিযোগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন কংগ্রেস "গণতন্ত্র দুর্বল করার" জন্য অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। বিরোধী দল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে SIT-এর মাধ্যমে সম্পূর্ণ নির্বাচনী বন্ড প্রকল্পের তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে। শনিবার বেঙ্গালুরু আদালতের নির্দেশে সীতারামন এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ কর্ণাটক বিজেপির প্রধান বিওয়াই বিজয়েন্দ্র এবং দলের নেতা নলিন কুমার কাতিলের নামও রয়েছে।

rahul gandhi Nirmala Sitharaman NIrmal
Advertisment