2nd Demonetisation Anniversary LIVE Updates: গতকাল দীপাবলি উদযাপন করেছে গোটা দেশ। আর তার পরের দিনই মোদি সরকারের সেই যুগান্তকারী সিদ্ধান্ত নোট বাতিলের সেলিব্রেশন। আজ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। বিজেপির কাছে আজ সেলিব্রেশনের দিন হলেও, বিরোধীদের কাছে আজ বিক্ষোভ প্রদর্শনের দিন। লোকসভা ভোটের আগে আবারও নোট বাতিল নিয়ে আজ মোদি বাহিনীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। আর এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চান বলেও দাবি জানিয়েছেন রাহুল গান্ধীরা।
শুধু কংগ্রেসই নয়, নোট বাতিল নিয়ে আবারও সরব আঞ্চলিক বিরোধী শক্তিও। নোট বাতিলের প্রথম থেকেই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবারও নোট বাতিলের বর্ষপূর্তিকে কালো দিন হিসেবে বর্ণনা করে মোদি সরকারকে নিশানা করেছেন মমতা।
কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন যে, তিনটি কারণে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। একটা ছিল কালো টাকার বিরুদ্ধে অভিযান চালানো, নকল নোট রোখা, জঙ্গিদের তহবিলে আর্থিক সাহায্য ঠেকানো। মণীশের দাবি, ২ বছর পরেও কোনও কিছুই হয়নি। আজ রাস্তায় নেমে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে বলে তিনি জানান।
Demonetisation anniversary LIVE UPDATES in English
5.10 PM: মোদির সুট-বুট বন্ধুদের কালো টাকা সাদা করাই ছিল নোট বাতিল, টুইটে তোপ রাহুল গান্ধীর।
नोटबंदी सोच-समझ कर किया गया एक क्रूर षड्यंत्र था। यह घोटाला प्रधानमंत्री के सूट-बूट वाले मित्रों का काला-धन सफेद करने की एक धूर्त स्कीम थी।
इस कांड में कुछ भी मासूम नहीं था| इसका कोई भी दूसरा अर्थ निकालना राष्ट्र की समझ का अपमान है|
— Rahul Gandhi (@RahulGandhi) November 8, 2018
5.06 PM: নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইট করলেন সিদ্দারামাইয়া।
#Demonetisation was not a boon but a bane to crores of Indians. It was a decision taken in haste for political & selfish reasons than social & economic benefits. MSMEs were permanently closed helping big cronies to expand their market base. #DestructionByDemonetisation
— Siddaramaiah (@siddaramaiah) November 8, 2018
4.20 PM: নোট বাতিল আসলে অর্থ নয়ছয়ের কারবার, কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের।
4.05 PM: নোট বাতিলের ২ বছর পরেও কোনও ইতিবাচক ফল মেলেনি এখনও, টুইট অশোক গেহলতের।
2 yrs of #demonetisation and no positive results yet..all objectives behind that move lie unfulfilled. Common ppl, labourers, daily wagers,small traders n ppl employed wd small scale industry, construction sector, all still struggling to mk ends meet.#DestructionByDemonetisation
— Ashok Gehlot (@ashokgehlot51) November 8, 2018
3.45 PM: দুর্নীতি রুখতে ও স্বচ্ছতা বজায় রাখতে নোট বাতিলের মতো সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু।
#Demonetisation remains one of the many significant and bold initiatives of our Government to uproot corruption and establish transparency. pic.twitter.com/aHF13V6Q5e
— Suresh Prabhu (@sureshpprabhu) November 8, 2018
3.30 PM: নোট বাতিলের বিরোধিতায় আসামে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের।
Assam: Congress workers in Guwahati staged a protest as a part of Black Day, being observed by the party to mark the second anniversary of #Demonetisation. pic.twitter.com/4klyrMY7jh
— ANI (@ANI) November 8, 2018
3.15 PM: দু’বছর আগে মোদি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, মন্তব্য কংগ্রেস নেতা আনন্দ শর্মার।
On this day two years ago, the PM had taken a wrong and insensitive decision. Whatever happened in the country after that, the onus of all of that falls directly on the Prime Minister: Anand Sharma, Congress on two years of #Demonetisation pic.twitter.com/WTDsCHGHyl
— ANI (@ANI) November 8, 2018
2.30 PM: নোট বাতিলের জেরে দেশে কী সর্বনাশ হয়েছে তা নিয়েই টুইট করলেন এন চন্দ্রবাবু নাইডু।
2 yrs after #DemonetisationDisaster, the country still hasn’t overcome the economic setback caused by hasty decisions of BJP govt. Implemented in the name of destroying black money, demonetization succeeded in destroying employment, markets, business, liquidity & economic growth.
— N Chandrababu Naidu (@ncbn) November 8, 2018
1.47 PM: নোট বাতিল নিয়ে কংগ্রেসের টুইট।
ना काले धन पर लगी लगाम,
नकली मुद्रा-टेरर फंडिंग जारी है।
नोटबंदी का सच जनता ने जाना,
भुगतान की अब तुम्हारी बारी है।।#DestructionByDemonetisation#NotebandiKiDoosriBarsi pic.twitter.com/h6qqs5xGCb— Congress (@INCIndia) November 8, 2018
1.20 PM: কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই ফের দাবি বিজেপির।
Stringent actions against corruption and black money. #CorruptCongressFearsDemo pic.twitter.com/LVbaOuhmRD
— BJP (@BJP4India) November 8, 2018
12.48 PM: নোট বাতিল দেশের সবথেকে বড় দুর্নীতি বলে কটাক্ষ সিপিএমের।
Today is the 2nd anniversary of #DemonetisationDisaster - the biggest scam in the history of our Nation when Modi unleashed #DestructionByDemonetisation of our Economy! pic.twitter.com/5T48vKR3go
— CPI (M) (@cpimspeak) November 8, 2018
12.35 PM: নোট বাতিলের ২ বছর পরও মোদি নীরব। সত্যটা হল উনি একা হাতে অর্থনীতিকে ধ্বংস করেছেন: সীতারাম ইয়েচুরি।
Modi & his minions claimed demonetisation will end black money, finish corruption, terminate terrorism, and bring only digital transactions. Two years later, Modi is silent. The truth is that he singlehandedly destroyed the economy, lives and livelihoods. #DemonetisationDisaster
— Sitaram Yechury (@SitaramYechury) November 8, 2018
12.22 PM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আবারও সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন নোট বাতিল নিয়ে টুইট করেন কেজরি।
Though the list of financial scams of Modi govt is endless, demonetisation was a self inflicted deep wound on Indian economy which even two years later remains a mystery why the country was pushed into such a disaster ?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 8, 2018
12.08 PM: দেশের প্রত্যেক নাগরিকের উপর প্রভাব ফেলেছে নোট বাতিল, বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
Today marks the 2nd anniversary of the ill-fated&ill-thought demonetisation exercise that the Narendra Modi govt undertook in 2016. The havoc that it unleashed on Indian economy & society is now evident to everyone: Former PM Manmohan Singh (File pic) pic.twitter.com/yP1bO0XsqA
— ANI (@ANI) November 8, 2018
11.56 AM: নোট বাতিল দুর্নীতির তদন্তের দাবি জানালেন রণদীপ সিং সুরযেওয়ালা।
Time to fix PM Modi’s responsibility for the unmitigated suffering & pain.
Time for accountability for the unpardonable blunder of Notebandi.
Time for an investigation into the Demonetisation Scam & loss to Economy.
Lest Not Forget! #DestructionByDemonetisation 3/3 pic.twitter.com/6zyxjBgVgx
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 8, 2018
11.21 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে নোট বাতিলের সুফল নিয়ে বিশেষ নোট লিখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
IMPACT OF DEMONETISATION https://t.co/gmtKcpsMTy
— Arun Jaitley (@arunjaitley) November 8, 2018
10.54 AM: নোট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত ব্যর্থ বলে টুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মণীশ। নোট বাতিলে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শহীদ অ্যাখ্যা দিয়ে এদিন ২ মিনিটের নীরবতা পালনের ডাক দিয়েছেন তিনি।
On 8 Nov2016 @narendramodi announced Demonetisation alias Notebandi. It was an epic failure.Over 100 people died standing in bank queues. On second Barsi of This TUGLAKI FIRMAN please observe 2 minutes silence for martyrs of this folly. https://t.co/7a9rqsbYNc #2ndbarsinotebandi pic.twitter.com/LSREZJdH5O
— Manish Tewari (@ManishTewari) November 8, 2018
10.40 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আবারও মোদি সরকারকে নিশানা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের দিনকে কালো দিন বলে বর্ণনা করেছেন মমতা। তিনি লিখেছেন যে, সরকার দেশকে ঠকিয়েছে। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন মমতা।
#DarkDay The government cheated our nation with this big #DeMonetisation scam. It ruined the economy and the lives of millions. People will punish those who did this
— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2018
10.30 AM: নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। নোট বাতিল নিয়ে দেখুন এই ভিডিও।
২০১৬ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের কথা ঘোষণা করেন। সেসময় ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন মোদি। যা নিয়ে হইহই পড়ে যায় গোটা দেশ।