Advertisment

নতুন সংসদ ভবনের উদ্বোধনে ব্রাত্য রাষ্ট্রপতি, মোদী সরকারকে তীব্র নিশানা কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
In an earlier statement, the Lok Sabha secretariat announced that PM Modi would inaugurate the structure on May 28

অনগ্রসর, দুর্বল ও দলিত সম্প্রদায়ের থেকে রাষ্ট্রপতি নির্বাচন স্রেফ নির্বাচনী চমক। প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি অভিযোগ করেন, বিজেপি-আরএসএস সরকারের আমলে রাষ্ট্রপতির পদটি নিছক আনুষ্ঠানিকতায় নামিয়ে আনা হয়েছে।

Advertisment

নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই চরমে পৌঁছেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় মো্দী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, কেন্দ্রের সরকার দলিত ও আদিবাসী রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে বসিয়েছেন তা স্রেফ এক নির্বাচনী চমক। খাড়গে অভিযোগ করেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, উদ্বোধনী অনুষ্ঠানে ও ব্রাত্য  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

খাড়গে আরও বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী। তাঁকে সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো টা অসম্মানের। খড়গের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নতুন সংসদ ভবন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন।একটি টুইট বার্তায় কংগ্রেস সভাপতি বলেছেন 'রাষ্ট্রপতির উচিত নতুন সংসদ ভবন উদ্বোধন করা'। মোদী সরকার ক্রমাগত আইন শৃঙ্খলা, সাংবিধানিক ব্যবস্থাকে লঙ্ঘন করেছে।

তাঁর অভিযোগ, বিজেপি-আরএসএস সরকারের আমলে রাষ্ট্রপতির পদটি নিছক আনুষ্ঠানিকতায় নামিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে রাষ্ট্রপতির উচিত নতুন সংসদ ভবন উদ্বোধন করা, প্রধানমন্ত্রীর নয়। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাকে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুরোধ জানান। বৃহস্পতিবার (১৮ মে) নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পর লোকসভা সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

modi
Advertisment