Advertisment

মুখ্যমন্ত্রীর প্রত্যাশা মতোই সেজে উঠবে কলকাতা, অগ্রাধিকারের ভিত্তিতে কী কী কাজ? জানালেন মেয়র

মঙ্গলবারই দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম।

author-image
IE Bangla Web Desk
New Update
Mayor Firhad Hakim fixed many plan for the development of kolkata

ফিরহাদ হাকিম

দ্বিতীয়বারের জন্য মঙ্গলবারই কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। দায়িত্ব নিয়েই কলকাতার উন্নয়নে ছকে রাখা যাবতীয় পরিকল্পনা সবিস্তারে জানালেন ফিরহাদ। এবার থেকে ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড পেশ করবে কলকাতা পুরসভা। শহরের জমা জল সরাতে আরও পাম্পিং স্টেশন, জোর দেওয়া হবে খাল সংস্কারে। কলকাতা শহরের পুরনো বাড়িগুলির জন্য আলাদা করে আইন তৈরি করবে পুরসভা। দ্বিতীয়বারের জন্য কলকাতার ভার নিয়ে এমনই একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন জনাব ফিরহাদ হাকিম।

Advertisment

কলকাতার উন্নয়নে কী কী পরিকল্পনা মেয়রের ? দেখে নিন একনজরে

*যত্রতত্র কেবল তার নেওয়া যাবে না।
*৬ মাস অন্তর পুরসভা রিপোর্ট কার্ড পেশ করবে।
*রিভিউ মিটিং করে রিপোর্ট কার্ড পেশ করা হবে।
*বর্ষার আগে নিকাশির উন্নতি।
*কলকাতায় জমা জল সরাতে খাল সংস্কার। আরও পাম্পিং স্টেশন তৈরি হবে।
*পাম্পের শক্তিও বাড়ানো হবে।
*শহরে যে ৬টি পকেটে জল জমে তা সরাতে আরও পাম্পিং স্টেশন।
*কলকাতায় আরও ২০০টি পাম্পিং স্টেশন।
*খিদিরপুরে ফ্লোটিং পাম্পিং স্টেশন।
*বিজ্ঞাপনের দৃশ্য দূষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা।
*দৃশ্য দূষণ নিয়ন্ত্রণ করতে কমিটি গঠন।
*পুরনো বাড়ির ক্ষেত্রে নতুন আইন করা হবে।
*হেরিটেজ বাড়ি সংস্কারে জোর।
*ঐতিহ্যবাহী বাড়ি রক্ষায় বিশেষ ব্যবস্থা।
*মেয়রকে সরাসরি হোয়াটসঅ্যাপে এলাকার সমস্যা দেখানো যাবে।
*পুরনো বাড়ির ক্ষেত্রে নতুন আইন করা হবে।
*বিল্ডিং প্ল্যানে সিঙ্গল উইন্ডো সিস্টেম।
*অ্যাপের মাধ্যমে অনলাইন মিউটেশন।
*নতুন হকার নীতি, নতুন বিজ্ঞাপন নীতি।
*অনলাইনে পুরসভার সব কাজ।
*হেরিটজ বিল্ডিং সংস্কারে জোর।
*পার্কিং নিয়ে দুর্নীতি বন্ধে অ্যাপ।
*হকারদের পাশে থাকবে পুরসভা।

kolkata Kolkata Municipal Corporation Firhad Hakim KMC Mayor
Advertisment