Advertisment

Modi Guarantee: 'মোদীর গ্যারান্টিতে এত শক্তি কেন?', অযোধ্যাকে সাক্ষী রেখে জবাব প্রধানমন্ত্রীর

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন দেশবাসীকে অযোধ্যায় না গিয়ে দেশবাসীকে ‘অকাল দীপাবলী’ পালনের পরামর্শ দিয়েছেন নমো।

author-image
IE Bangla Web Desk
New Update
modi guarantee ayodhya rammandir , অযোধ্যা মোদী গ্যারান্টি

অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আদর্শ ও নীতিগতভাবে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম বাহিনী তার বেশিরভাগই সম্পন্ন। সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। সেই বিবেচনা করে বিজেপির প্রচারে উঠে আসছে 'মোদী গ্যারান্টি'। এই গ্যারান্টির নেপথ্যে কোন শক্তি কাজ করছে? পবিত্রভূমি অযোধ্যাকে সাক্ষী রেখে শনিবার বিকেলে তারই ব্যাখ্যা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা আদতে বিরোধীদের হুঁশিয়ারি বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Advertisment

'মোদী গ্যারান্টি' কেন এত পোক্ত?

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে গোটা শহরে সাজো সাজো রব। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা শহর। তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। অযোধ্যা ধাম রেল স্টেশনকেও নতুন করে সাজানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নবরূপে সজ্জিত রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল। আপ্লুত নমো।

আরও পড়ুন- অযোধ্যায় রামলালার পাশে থাকছেন না দেবী সীতা! কেন?

এদিনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় 'মোদী গ্যারান্টি'র কথা। বলেন, 'মোদির গ্যারান্টিতে এত শক্তি কেন? কারণ মোদী যা বলে তা করতে জীবন উৎসর্গ করে দেয়। দিন-রাত এক করে দেয়। এই অযোধ্যা (নগরীও মোদীর সেই গ্যারান্টির সাক্ষী।'

মোদীর অনুরোধ

প্রধানমন্ত্রী বলেছেন, 'দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে। নিজেদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করতে হবে। সেই জন্য অযোধ্যার এই পবিত্র মাটি থেকে আমি ১৪০ কোটি দেশবাসীর কাছে অনুরোধ করছি, ২২ জানুয়ারি আপনারা সবাই নিজেদের ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। সেদিন সন্ধ্যায় যেন গোটা দেশ ঝলমল করে। রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলে এখানে প্রচুর সংখ্যক মানুষ আসবেন। সেকথা মাথায় রেখে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যা শহরকে স্মার্ট অযোধ্যার রূপ দিচ্ছে। এখন অযোধ্যা ধাম স্টেশনে ১০-১৫ হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে দিনে প্রায় ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন।'

আরও পড়ুন- ২২ জানুয়ারি দীপাবলি উদযাপনের অনুরোধ, সমাবেশ থেকে ১৪০ কোটি ভারতীয়কে বিরাট বার্তা মোদীর

'ঐতিহ্য এবং নতুনত্বের মেলবন্ধন'

মোদীর দাবি, 'এই ভারত ঐতিহ্য এবং নতুনত্বের মেলবন্ধন৷ অযোধ্যাই তার প্রমাণ৷ নিজেদের শিকড়কে ভুলে গেলে চলে না৷ আগে অযোধ্যায় রামলালা তাঁবুর মধ্যে থাকতেন৷ এবার তিনি পাকা ঘর পেলেন৷ শুধু রাম লালা নন, দেশের চার কোটি গরবি পাকা ঘর পেয়েছেন৷'

আরও পড়ুন- ‘রাম রাজ্য’ আসলে কী? গান্ধীজির ব্যাখ্যা তুলে ধরে ২০১৪-য় অযোধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন মোদী

'ভারতের প্রতিচ্ছবি অযোধ্যায়'

প্রধানমন্ত্রীর কথায়, 'কাশী বিশ্বনাথ ধামের সংস্কার যেমন হচ্ছে, কেদারনাথ ধাম যেমন নতুন করে সাজছে সেরকম নতুন ৩১৫টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে উঠছে৷ আমরা চাঁদ, সূর্য, সমুদ্রের গভীরে গিয়ে গবেষণা করছি৷ আজকের ভারতের প্রতিচ্ছবি অযোধ্যায় দেখা যাবে৷ আজকে এখানে প্রগতির উৎসব হচ্ছে, কয়েক দিন বাদে এখানে পরম্পরার উদযাপন হবে৷ এ ভাবে একুশ শতকে ভারত সেরা হবে৷'

PM Narendra Modi Ayodhya modi Ayodhya Ram Temple
Advertisment