Advertisment

উত্তরপ্রদেশের নির্বাচনে এবার ইউক্রেন ইস্যুও নিয়ে এলেন মোদী

রাশিয়া-ইউক্রেন সংঘাতে যখন ইউরোপ-সহ গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখন উত্তরপ্রদেশ নির্বাচনে এই ইস্যুকে প্রচারের হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
‘Parivarvadis’ didn’t let me work, now spreading venom in name of caste: PM Modi in Hardoi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারে এবার ইউক্রেন ইস্যুও চলে এল। রাশিয়া-ইউক্রেন সংঘাতে যখন ইউরোপ-সহ গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখন উত্তরপ্রদেশ নির্বাচনে এই ইস্যুকে প্রচারের হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও নাম না করে। মঙ্গলবার উত্তরপ্রদেশের বাহরাইচে নির্বাচনী সভায় মোদী বললেন, "গোটা বিশ্বে সংকট, সেই সময় ভারতকে আরও শক্তিশালী হতে হবে। নিজের জন্য শুধু নয়, গোটা মানবজাতির জন্য।"

Advertisment

এদিন মোদী ইউক্রেন ইস্যুকে পরোক্ষে ধোঁয়া দিয়ে বললেন, "কঠিন সময়ে কঠোর নেতার প্রয়োজন।" তাঁর এই মন্তব্যের কারণ অবশ্যই ইউক্রন ইস্যু, তো বলা বাহুল্য। এদিন বিরোধী সমাজবাদী পার্টিকেও ফের নিশানা করেছেন সন্ত্রাস ইস্যুতে। বলেছেন, "পূর্বতন সপা সরকার উত্তরপ্রদেশে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের উপর থেকে মামলা প্রত্যাহারের চেষ্টা করত। তিনি এও দাবি করেন, সপা কখনওই সন্ত্রাসীদের সাজা দেওয়া এবং সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেনি।"

এদিন মোদী বলেন, "এই মাটি দেখেছে কী ভাবে পরিবারবাদীরা সন্ত্রাসী হামলাকারীদের উপর প্রেম দেখিয়েছে। যাদের উপর উত্তরপ্রদেশে এক-দুই নয়, বহু বোমা বিস্ফোরণের মামলা ছিল তাদের জেল থেকে ছাড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল এঁরা। চক্রান্ত করছিল, এরা ওদের উপর মামলা চালাতে চায়নি।"

আরও পড়ুন উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু, নজরে উন্নাও-লখনউ-লখিমপুর খেরি

আরও বলেছেন, "সমাজবাদী সরকার সন্ত্রাসী সংগঠনের উপর লাগাম পরানোর বিরুদ্ধে ছিল। এই জন্য আমি বলছি, যারা দেশের কথা ভাবে না, দেশের সুরক্ষা বাজিতে রাখে, তারা উত্তরপ্রদেশের কখনও ভাল করতে পারবে না।" এদিন মোদী আবার আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় আদালতের রায়ে দোষীদের ফাঁসির সাজা নিয়ে বিরোধীদের খোঁচা দেন, বিশেষ করে সপা-কে।

UP Elections 2022 Ukraine Crisis bjp PM Narendra Modi
Advertisment