Australia vs South Africa Cricket match abandoned: বৃষ্টির জন্য পরিত্যক্ত হল রাওয়ালপিন্ডির অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। অবিরাম বৃষ্টির কারণে একটিও বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, উভয় দলই ১ পয়েন্ট করে পেল। এর ফলে দক্ষিণ আফ্রিকা তিন পয়েন্ট ও +২.১৪০ নেট রান রেট (NRR) নিয়ে গ্রুপ বি-এর শীর্ষে থাকল। আর অস্ট্রেলিয়া +০.৪৭৫ নেট রান রেট (NRR)-সহ থাকল গ্রুপের দ্বিতীয় স্থানে।
শেষবার যখন এই দুই দল আইসিসির ওয়ানডে ইভেন্টে মুখোমুখি হয়েছিল...
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল দুর্দান্ত এক রোমাঞ্চকর ম্যাচ খেলেছিল। সেখানে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে僅মাত্র কয়েক রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল।
এইবারও লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল। যদিও অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির কিছু মূল খেলোয়াড়কে দলে পায়নি। দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করে ১০৭ রানে বড় জয় পেয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ধুঁকলেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।
ইংল্যান্ডের বেন ডাকেট (১৬৫) বিধ্বংসী ব্যাটিং করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩৫১/৮ রান করেছিলেন। তবে অস্ট্রেলিয়ার জশ ইংলিসের নেতৃত্বে ব্যাটিং লাইন-আপ সেই লক্ষ্য তাড়া করে ১৫ বল না খেলেই জয় ছিনিয়ে নিয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগ তাদের হাতছাড়া হল।
স্কোয়াড
অস্ট্রেলিয়া:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন দ্বারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ খেলোয়াড়: কুপার কনোলি।
আরও পড়ুন- 'যার ৯-এ হয় না, তার ৯০-এও হয় না,' টাইগারদের হারের পর বলছেন বাংলাদেশের সমর্থকরাই
দক্ষিণ আফ্রিকা:
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোরজি, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, করবিন বোশ।
রিজার্ভ খেলোয়াড়: ক্বেনা মাপাকা।