/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ronaldo-kohli.jpg)
Ronaldo Recognizes Virat Kohli: ছবি দেখেই কোহলিকে চিনলেন রোনাল্ডো (টুইটার)
Brazilian Football Legend Ronaldo Nazario: তিনি ক্রিকেট দুনিয়ার সম্রাট। গোটা ক্রিকেট বিশ্বে শাসন করে চলেছেন তিনি। তিনি মাঠে নামলেই রেকর্ড। বিশ্বের কোনও রেকর্ডই সুরক্ষিত নয় তাঁর ব্যাটিং শৌর্যে।
বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয় ক্রিকেটের বিশ্বজনীন পরিচিতি এনে দিয়েছেন। অলিম্পিকের ক্রিকেটের অন্তর্ভুক্তির নেপথ্যে কোহলির বিশ্বজনীন আবেদন। সেই কোহলিকেই নিয়েই এবার মাতোয়ারা স্বয়ং রোনাল্ডো (Ronaldo Nazario)।
বিরাট কোহলি একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার। তাঁর আগ্রাসন, নাছোড় মানসিকতা তাঁকে উদ্বুদ্ধ করে। রোনাল্ডোকে নিজের আইডল-ও মানেন কোহলি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, কোহলির জন্য এবার উচ্ছ্বসিত হলেন স্বয়ং ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী সুপারস্টার রোনাল্ডো নাজারিও দ্য লিমা।
আরও পড়ুন- দলের প্রধান সেনাপতিই নেই প্রথম টি২০-তে! আফগান-যুদ্ধের আগেই ছত্রখান টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়া এবং বিরাট কোহলির সমর্থক ড্যারেন জ্যাসন ওয়াটকিন্সের সঙ্গে সম্প্রতি আলোচনা চলছিল রোনাল্ডোর। ইউটিউবার জগতে যিনি স্পিড নামে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। সেই স্পিডের ইউটিউব চ্যানেলে এবার মুখোমুখি বসেছিলেন রোনাল্ডো।
কিংবদন্তি ফুটবলারকে প্ৰথমে কোহলির নাম জিজ্ঞাসা করতেই, রোনাল্ডোর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, 'সে আবার কে?' ইউটিউবার স্পিড নিজেও অবাক হয়ে যান রোনাল্ডোর প্রতিক্রিয়ায়। এই বিশ্বে কোহলিকে চেনেন না, এমন কেউ আছেন নাকি! তবে দ্রুতই ভুল ভাঙে স্পিডের। রোনাল্ডোকে কোহলির ছবি দেখানোর পরেই প্রবাদপ্রতিম ফুটবলার বলে দেন, অবশ্যই তিনি কোহলিকে চেনেন!
আরও পড়ুন- বেয়াদপির কারণেই কি টিম ইন্ডিয়ায় বাদ জোড়া সুপারস্টার! মুখ খুলতে বাধ্য হলেন এবার দ্রাবিড়
কী কথা হল রোনাল্ডো-স্পিডের, দেখে নেওয়া যাক-
স্পিড: আপনি কি বিরাট কোহলিকে চেনেন?
রোনাল্ডো: কে?
স্পিড: বিরাট কোহলি, ভারতের?
রোনাল্ডো: না, চিনি না!
স্পিড: আপনি বিরাট কোহলিকে সত্যি চেনেন না?
রোনাল্ডো: কে উনি? ক্রীড়াবিদ?
স্পিড: উনি একজন ক্রিকেটার।
রোনাল্ডো: উনি এখানে খুব একটা জনপ্রিয় নন তাহলে।
স্পিড: উনি সেরার সেরা। (কোহলির ছবি দেখিয়ে) এই ব্যক্তিকে আগে কখনও দেখেননি?
রোনাল্ডো: (এবার চেনার ইঙ্গিত করে) হ্যাঁ হ্যাঁ।
— V (@CricKeeda18) January 10, 2024
সোশ্যাল মিডিয়ায় কোহলির উপস্থিতি নজর কাড়া। সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে কোহলির অনুগামীর সংখ্যা ২৬৫ মিলিয়ন। বিশ্বের সর্বাধিক উপার্জনকারী তারকা ক্রীড়াবিদদের মধ্যে সেরা পাঁচে রয়েছেন কিং কোহলি। এমনকি বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড ভ্যালু যুক্ত ক্রিকেটারও তিনি।
এদিকে, স্পিড মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ক্রিকেটের অনুরাগী। গত বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে সমর্থন জানাতে হাজির হয়ে গিয়েছিলেন ভারতে। তিনিই এবার ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে আলাপে তুলে ধরলেন ক্রিকেট বিশ্বের রাজাকে।
এর আগে মারিয়া শারাপোভা শচীন তেণ্ডুলকারকে চিনতে পারেননি। সমাজ মাধ্যম তোলপাড় পড়ে গিয়েছিল। রুশ টেনিস সুপারস্টারকে ট্রোলিংয়ে ভরিয়ে দেন ভারতীয়রা। রোনাল্ডো অবশ্য সেই সুযোগ-ই দিলেন না। চিনে ফেললেন একনজরে। ছবি দেখেই।