বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন। সেই হার্দিক পান্ডিয়া আপাতত ইনজুরির ধাক্কা কাটিয়ে ফিরছেন। জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই প্রত্যাবর্তন ঘটতে পারে পান্ডিয়ার। এমনটাই ইঙ্গিত দিলেন বোর্ড সচিব জয় শাহ। এছাড়াও টি২০ ওয়ার্ল্ড কাপে রোহিতের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে জয় শাহ জানালেন, এখন কোনও কিছুই চূড়ান্ত নয়।
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামের সাইডলাইনে জয় শাহ জানালেন, "এই বিষয়ে এখন চূড়ান্ত করার কি রয়েছে? জুনে টি২০ ওয়ার্ল্ড কাপের আগে আফগানিস্তান সিরিজ রয়েছে, আইপিএল রয়েছে।"
বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক গোড়ালিতে চোট পেয়েছিলেন। রিহ্যাব সারতে ব্যস্ত তিনি। জয় শাহ জানাচ্ছেন, দ্রুতই ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার। জানাচ্ছেন, "প্রতিদিন ওঁর উন্নতি ধরে ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। ও এখন এনসিএ-তে রয়েছে। ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে হার্দিক। পুরোপুরি ফিট হলেও সকলকে জানিয়ে দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্র্যান্ড প্রোমোশনের মুখ ছিলেন হার্দিক। তিনি অবশ্য যাচ্ছেন না প্রোটিয়াজ সফরে।
রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফদের চুক্তি নবীকরণ আপডেট-ও দেন বোর্ড সচিব। জানিয়ে দেন, তাঁদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও এখনও তা পুরোপুরি সম্পন্ন হয়নি। "একদমই সময় করে উঠতে পারা যায়নি। বিশ্বকাপ শেষের পরেই আমি ওঁদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই, চুক্তি বাড়ানো হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ওঁরা ফিরলেই আরও একবার আলোচনায় বসব আমরা। আমরা চুক্তি বাড়িয়েছি, তবে চুক্তিপত্র এখনও চূড়ান্ত করা হয়নি।" জানিয়েছেন শাহ।
এদিকে, ভারত বহুদিন গোলাপি বলের টেস্ট খেলেনি। বিসিসিআই-ও পিঙ্ক বলের টেস্ট আয়োজন করতে সেভাবে আগ্রহী নয়। কেন নিজেই জানিয়েছেন, "গোলাপি বল নিয়ে মানুষের মধ্যে আরও আগ্রহ জাগাতে হবে। যতদূর মনে পড়ছে ভারতের শেষ পিঙ্ক বলের টেস্ট ২-৩ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সকলেই এমন টেস্ট ম্যাচ দেখতে চায় যা ৪-৫ ধরে হবে। শেষ বার গোলাপি টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়ায়। তারপরে কোনও দেশ-ই আর আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছি। আমরা ধীরে ধীরে এই বিষয়ে সিদ্ধান্ত নেব।"
জাতীয় মহিলা ক্রিকেটের একমাত্র ভেন্যু হয়ে দাঁড়িয়েছে মুম্বই। দেশের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই ওমেন্স প্রিমিয়ার লিগ-ও আয়োজন করা হচ্ছে একমাত্র মুম্বইয়ে। এই বিষয়ে শাহের বক্তব্য, লজিস্টিক সমস্যার কারণেই মুম্বইয়েই মহিলা ক্রিকেটের ভরকেন্দ্র হয়েছে।
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির অংশীদারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেয়েদের লিগে অনুষ্ঠিত হবে তিনটে স্টেডিয়ামে- ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
জয় শাহের বক্তব্য, "এই সিদ্ধান্ত যুগ্মভাবে নেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতে আবার-ও এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসব। পরে আপনাদের (সাংবাদিক) জানিয়ে দেওয়া হবে। আপাতত একটা রাজ্যেই এই লিগের আসর বসবে। গতবারের তুলনায় এই লিগ এবার আরও সাফল্য পাবে। সবথেকে বড় বিষয় হল, দুজন আনক্যাপড, বিশেষত ভারতের প্লেয়ার এদিন যেভাবে বড় চুক্তি পেল। ফ্র্যাঞ্চাইজিরা ভারতীয় তারকাদের নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে, এটা বড় বিষয়।"
ওয়ানডে বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে বিসিসিআই। আগামী বছর মহিলাদের টি২০ ওয়ার্ল্ড কাপের আসর-ও বসছে ভারতে। জয় শাহ জানাচ্ছেন, দুই ইভেন্টের মধ্যে কোনও বৈষম্য করা হবে না। "আইপিএল এবং ডব্লিউপিএল-এর মধ্যে যেমন কোনও তফাৎ করা হচ্ছে না। তেমন পুরুষ এবং মহিলাদের ওয়ার্ল্ড কাপের মধ্যেও কোনও পার্থক্য করা হবে না। পুরুষদের ওয়ার্ল্ড কাপের মতই যাতে মহিলাদের বিশ্বকাপ প্রাধান্য পায়, সেই বিষয় নিশ্চিত করা হবে।"